বাংলা নিউজ > ঘরে বাইরে > PM Modi Announces Ex - Gratia: মালবাজারে মৃতদের নিকটাত্মীয়কে রাজ্যের সমপরিমাণ ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর
মালবাজারের ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি রাজ্যের সমপরিমাণ হারে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে।
রাজ্যের তরফে মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা টুইট করে জানান মুখ্যমন্ত্রী। একই হারে অর্থাৎ দুই লক্ষ টাকা করে মৃতদের পরিবারকে এবং আহতদের পঞ্চাশ হাজার করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উদ্ধার কাজে গাফিলতির অভিযোগ তুলেছেন। প্রশ্ন উঠেছে এনডিএফ কর্তা পল্লববিকাশ মজুমদারের ভূমিকা নিয়ে। যে ঘাটে এই দুর্ঘটনা হয়, তার দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু তিনি সেই সময় এক আত্মীয়ের বাড়িতে চলে যান।