১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ছিল হিন্দি দিবস। ইজরায়েলি দূতাবাসে এদিন হিন্দি দিবস একটু অন্যভাবে পালিত হল। তাঁদের তরফে টুইটারে যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে সেখানে একাধিক হিন্দি ছবির সংলাপ ব্যবহৃত হতে শোনা যাচ্ছে। এদিন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ভিডিয়ো শেয়ার করেন এবং প্রশংসা করেন।
এদিন ইজরায়েলি রাষ্ট্রদূত নাওর গিলন এক্সে টুইট করে একটি ভিডিয়ো। সেই রিটুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, 'ইজরায়েলি দূতাবাসের তিনটি স্তম্ভ, পরম্পরা, প্রতিষ্ঠা এবং অনুশাসন। ভারতীয় ছবির ডায়লগের মাধ্যমে ইজরায়েলি দূতাবাসের এই প্রচেষ্টা আপনাদের মুগ্ধ করতে চলেছে।' বলাই বাহুল্য তাঁর এই ক্যাপশনের প্রথম লাইনটাই মহব্বতে ছবির একটি সংলাপ যা অমিতাভ বচ্চনের মুখে শোনা গিয়েছিল।
ইজরায়েলি দূতাবাসের তরফে এবার হিন্দি দিবসে এই ভাষাটি হিন্দি ছবির সংলাপের মাধ্যমে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়। এই ভিডিয়োতে মহব্বতে, ওম শান্তি ওম, হেরা ফেরি, জব উই মেট, আনন্দ, কভি খুশি কভি গম ছবির টুকরো টুকরো সংলাপ শোনা যায়।
আরও পড়ুন: 'বাইডেন কি মাটিতে বসে খেতে পারবেন?' মোদীর পুরনো ভিডিয়ো নিয়ে ট্রোল, কড়া জবাব দিলেন কঙ্গনা
তাঁদের এই হিন্দি ছবির সংলাপেই হিন্দির প্রচার করার চেষ্টাকে নরেন্দ্র মোদী সাধুবাদ জানান এবং বলেন 'প্রসংশনীয়।' এই দূতাবাসে যাঁরা চাকরি করেন সেই কর্মীরা সকলে মিলে এই ভিডিয়ো বানিয়েছেন।
অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ফিলিপ গ্রিন ওএএম-ও এদিন হিন্দি দিবস উপলক্ষ্যে একটি দোহা এবং ছোট্ট কবিতা বলেন। সেটা এক্সে পোস্ট করেন। তিনি সেই পোস্টের ক্যাপশনে লেখেন, ' হিন্দি কেবল অস্ট্রেলিয়ায় নয়, বরং দিল্লিতে আমাদের যে কর্মীরা কাজ করেন তাঁদের মধ্যেও সমান জনপ্রিয়। আজ হিন্দি দিবস উপলক্ষ্যে আমাদের কর্মীরা তাঁদের পছন্দের হিন্দি কবিতা পাঠ করে শোনাচ্ছে।' তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে হিন্দি ডে, হিন্দি দিবস লেখেন। প্রধানমন্ত্রী তাঁর পোস্টটি শেয়ার করেন। লেখেন, 'আপনার এই দোহা, কবিতা সবাইকে মন্ত্রমুগ্ধ করতে চলেছে।'