বাংলা নিউজ > ঘরে বাইরে > Rahul Gandhi:'বহিরাগতরা চালাচ্ছে জম্মু ও কাশ্মীর', রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ার ইস্যু নিয়ে সরব রাহুল

Rahul Gandhi:'বহিরাগতরা চালাচ্ছে জম্মু ও কাশ্মীর', রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ার ইস্যু নিয়ে সরব রাহুল

রাহুল গান্ধী।(PTI Photo) (PTI)

রাহুল গান্ধী বলেন, ‘এখানে জম্মু ও কাশ্মীরে রাজ্যের তকমা হল সবচেয়ে বড় ইস্যু। তার থেকে বড় কিছু এখানে নেই। আপনাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।’ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বললেন, ‘কংগ্রেস পার্টি আপনাদের আর আপনাদের রাজ্যের দাবিকে সম্পূর্ণ সমর্থন করে। রাজ্যের তকমা যাতে আসে তার জন্য গোটা পার্টি সম্পূর্ণ শক্তি ব্যবহার করবে।’

সদ্য কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ পা রেখেছে জম্মুতে। আর সেখানে দিগ্বিজয় সিংয়ের সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কীয় মন্তব্যে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। এদিকে তার আগে সোমবার রাহুল গান্ধী মুখ খোলেন জম্মু ও কাশ্মীরকে রাজ্যের তকমা দেওয়ার ইস্যু নিয়ে। রাহুল জানান, জম্মু ও কাশ্মীরে রাজ্যের তকমা ফিরে পাওয়ার ইস্যুটি সবচেয়ে বড় ইস্যু, আর কংগ্রেস এর জন্য জান-প্রাণ দিয়ে লড়ে যাবে বলে বার্তা দেন তিনি।

রাহুল গান্ধী বলেন, ‘এখানে জম্মু ও কাশ্মীরে রাজ্যের তকমা হল সবচেয়ে বড় ইস্যু। তার থেকে বড় কিছু এখানে নেই। আপনাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।’ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বললেন, ‘কংগ্রেস পার্টি আপনাদের আর আপনাদের রাজ্যের দাবিকে সম্পূর্ণ সমর্থন করে। রাজ্যের তকমা যাতে আসে তার জন্য গোটা পার্টি সম্পূর্ণ শক্তি ব্যবহার করবে।’ উল্লেখ্য, সোমবার রাহুল গান্ধীর সভা ঘিরে জম্মুর সাতওয়ারি চকে ব্যাপক নিরাপত্তা ছিল। নিরাপত্তা আটোসাঁটো করে রাখা হয়। ঘটনার ২ দিন আগেই সেখানে দুটি পর পর বোমা বিস্ফোরণ হয়। প্রসঙ্গত,  ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের সংসদভবন থেকে কেন্দ্রের তরফে জানানো হয় যে,  জম্মু ও কাশ্মীরের রাজ্যের তকমা সরিয়ে এলাকাকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হল। একইসঙ্গে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তি করা হয়। ঘটনা ঘিরে তোলপাড় শুরু হয় উপত্যকার রাজনীতিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রীদের গৃহবন্দি করা হয়। 

ওই সভা মঞ্চ থেকে রাহুল গান্ধী বলেন, এলাকাবাসীরা বলছেন, তাঁদের কথা শোনা হচ্ছে না। দৃপ্তকণ্ঠে ওয়েনাদের সাংসদ বলেন, ‘বৃদ্ধ ও যুবক, মহিলা ও পুরুষ সমেত স্থানীয়রা, যাঁদের সঙ্গে আমার দেখা হয়েছে এই যাত্রাকালে, তাঁরা বলছেন, আগে জম্মু ও কাশ্মীরের মানুষ এলাকায় শাসন করতেন, তবে এখন বহিরাগতরা জম্মু ও কাশ্মীর চালাচ্ছেন। আর প্রশাসন তাঁদের কথা শোনে না।’ এই ভাষণ প্রসঙ্গে রাহুল গান্ধী কর্মসংস্থানের প্রসঙ্গ তোলেন। এছাড়াও তিনি অগ্নিবীর স্কিমে সেনায় নিয়োগ নিয়েও কেন্দ্রের প্রবল সমালোচনা করেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন