বাংলা নিউজ > ঘরে বাইরে > Rahul Gandhi on Life Partner: 'দিদার মতো কাউকে জীবনসঙ্গী হিসেবে চান?', গুগলির জবাবে কী বললেন রাহুল গান্ধী

Rahul Gandhi on Life Partner: 'দিদার মতো কাউকে জীবনসঙ্গী হিসেবে চান?', গুগলির জবাবে কী বললেন রাহুল গান্ধী

রাহুল গান্ধী (PTI)

'পাপ্পু' তকমা নিয়ে মুখ খোলেন রাহুল গান্ধী। 'দ্য বম্বে জার্নি'কে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল জানান, তাঁকে পাপ্পু নামে ডাকা হলে তাঁর কোনও আপত্তি নেই কারণ তিনি জানেন এটা একটি অপপ্রচারের অংশ।

নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ এবং বিজেপি বিভিন্ন শীর্ষ স্থানীয় নেতা সময় সময় রাহুল গান্ধীকে 'পাপ্পু' নামে সম্বোধন করে আক্রমণ শানিয়ে থাকেন। এই 'পাপ্পু' তকমা নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী। 'দ্য বম্বে জার্নি'কে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল জানান, তাঁকে পাপ্পু নামে ডাকা হলে তাঁর কোনও আপত্তি নেই কারণ তিনি জানেন এটা একটি অপপ্রচারের অংশ। তিনি বলেন, 'তাঁদের মনে আমি রয়েছি। তাঁদের ভয় করে। তাঁরা সেটা নিয়ে বিরক্ত। আমাকে যে নামে ইচ্ছে ডাকতে পারেন তাঁরা। আমার ভালোই লাগে। অনুগ্রহ করে আরও বেশি করে আমার নাম তুলুন।' 'ভারত জোড়ো' যাত্রা যখন মুম্বইতে ছিল, সেই সময় রাহুলের এই সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। এদিকে বর্তমানে যাত্রাটি দিল্লিতে পৌঁছেছে। এখন যাত্রায় বিরাম চলছে। ৩ জানুয়ারি থেকে ফের যাত্রা চালু হবে।

এদিকে 'বম্বে জার্নি'কে দেওয়া সাক্ষাৎকারে রাহুল নিজের দিদা ইন্দিরা গান্ধীকে নিয়ে বলেন, 'আয়রন লেডি তকমা পাওয়ার আগে তাঁকে গুঙ্গি গুড়িয়া (বোবা পুতুল) ডাকা হত। এখন যারা আমাকে সারাদিন পাপ্পু বলে ডাকে, তখন তারাই আমার দিদাকে গুঙ্গি গুড়িয়া বলে ডাকত। এবং হঠাৎ করেই সেই গুঙ্গি গুড়িয়া আয়রন লেডি হয়ে যান। আসলে তিনি সব সময়ই আয়রন লেডিই ছিলেন।' এরপর রাহুল বলেন, 'আমাকে যা ইচ্ছে ডাকা হতে পারে, আমার তাতে কিছু যায় আসে না। আমাকে সেই নাম গ্রহণ করতে হবে না বা গায়ে মাখতে হবে না।' পাশাপাশি রাহুলকে তাঁর সম্ভাব্য জীবনসঙ্গীর গুণ জানতে চাওয়া হলে তিনি বলেন, 'দিদা ও মায়ের গুণের মিশ্রণ হলে ভালো।' দিদা ইন্দিরা গান্ধীকে 'জীবনের ভালোবাসা' আখ্যা দিয়ে রাহুল বলেন, 'তিনি আমার দ্বিতীয় মা ছিলেন।' রাহুলকে এরপর প্রশ্ন করা হয়, 'ইন্দিরা গান্ধীর মতো কোনও মহিলাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চান?' জবাবে রাহুল বলেন, 'বেশ মজাদার প্রশ্ন। আমার মা এবং দিদার গুণাগুণের মিশ্রণ হলে ভালো হয়।'

রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা গাজিয়াবাদের কাছে লোনি হয়ে উত্তরপ্রদেশে পৌঁছাবে আগামী ৩ জানুয়ারি। এরপর এটি বাগপত ও শামলি হয়ে হরিয়ানায় পৌঁছাবে। অসংখ্য অ-বিজেপি রাজনীতিবিদকে উত্তরপ্রদেশে ভারত জোড়ো যাত্রার অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, বিএসপি সুপ্রিমো মায়াবতী এবং আরএলডির জয়ন্ত চৌধুরী। এদিকে উত্তরপ্রদেশের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মাও আমন্ত্রণ পেয়েছেন রাহুলের যাত্রায় যোগ দেওয়ার। লখনউ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে দীনশ শর্মাকে।

 

বন্ধ করুন