ঋণের দায়ে জেরবার ভোডাফোন-আইডিয়াকে স্বস্তি দিতে ২০২২ সালেই সংস্থার শেয়ার কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। তবে সেই সময় বকেয়া ঋণকে সরকারি শেয়ারে পরিণত করতে দেয়নি ভোডাফোন-আইডিয়া। তবে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেই ঋণকে মালিকানায় পরিণত করে সরকার। এই আবহে বর্তমানে ভোডাফোন-আইডিয়ায় সবথেকে বেশি শেয়ার আছে কেন্দ্রীয় সরকারেরই। কুমার মঙ্গলম বিড়লার আইডিয়া এবং ব্রিটিশ টেলিকম সংস্থা ভোডাফোনের তুলনায় সরকারের অংশিদারিত্ব অনেকটাই বেশি এই সংস্থায়। বর্তমানে সংস্থার ৩৩ শতাংশ শেয়ারের মালিক সরকার। তবে এই শেয়ার ছেড়ে দেওয়ার কোনও পরিকল্পনাই আপাতত নেই বলে জানিয়েছে সরকার। সংস্থার ২৮.৫ শতাংশ শেয়ার ভোডাফোনের হাতে। আর ১৭.৮ শতাংশ শেয়ার আদিত্য বিড়লা গোষ্ঠীর আইডিয়ার হাতে। (আরও পড়ুন: হাত মেলাচ্ছে রিলায়েন্স-ডিজনি, অনলাইন ক্রিকেট সম্প্রচারে আসবে যুগান্তকারী বদল?)
আরও পড়ুন: খাবারে খরচ কমছে ভারতীয়দের, ব্যয় বাড়ছে পরিষেবা ও অন্যান্য সামগ্রী কিনতে: রিপোর্ট
উল্লেখ্য, এখনও ঋণের দায়ে ডুবে আছে ভোডাফোন-আইডিয়া। তবে এরই মাধে গত একবছরে এই সংস্থার শেয়ার দর প্রায় ১৫০ শতাংশ চড়েছে। এই আবহে সরকার ভোডাফোন-আইডিয়ার অংশিদারিত্ব ছেড়ে দিতে পারে বলে জল্পনা তৈরি হয়। তবে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, সরকার ভাবছে, এখনই ভোডাফোন-আইডিয়ার অংশিদারিত্ব ছাড়া ঠিক হবে না। প্রসঙ্গত, আরও বিনিয়োগ আনতে ২৭ ফেব্রুয়ারি পদক্ষেপ করতে চলেছে ভোডাফোন-আইডিয়া। এই অর্থ ব্যবহার করে সংস্থা ৫জি পরিষেবার প্রসার ঘটাবে। এই আবহে সংস্থায় নিজেদের অংশিদারিত্ব ছাড়ার কোনও ইচ্ছে সরকারের আপাতত নেই।
সূত্রের খবর, আগে ভোডাফোন-আইডিয়া ঘুরে দাঁড়ানোর রাস্তা পুরোপুরি সুগম করুক। তারপরে সরকার অংশিদারিত্ব ছাড়ার বিষয়ে ভাববে। প্রসঙ্গত, বর্তমানে ২.২ লাখ কোটির ঋণ রয়েছে ভোডাফোন-আইডিয়ার মাথার ওপরে। এদিকে গতবছর সরকার যখন ভোডাফোন-আইডিয়ার শেয়ার 'অধিগ্রহণ' করেছিল, তখন এর এক একটা স্টকের দাম ছিল ৬.৮৫ টাকা করে। তবে সরকার প্রতি শেয়ার ১০ টাকা দরে কিনেছিল। কোম্পানি অ্যাক্টের নিয়ম মেনেই বেশি দামে এই শেয়ার কিনেছিল সরকার। আর গত শুক্রবার বাজারে লেনদেন শেষ হওয়ার সময় ভোডাফোন-আইডিয়ার শেয়ারের দাম ছিল ১৭.৫ টাকা।
প্রসঙ্গত, অ্যাডজাস্ট গ্রস রেভেনিউ বাবদ ভোডাফোন-আইডিয়ার থেকে ১৬ হাজার কোটি টাকা পেত কেন্দ্রীয় সরকার। এই আবহে সংস্থাকে বাঁচাতে প্রাপ্য ঋণের টাকাকে সংস্থার শেয়ারে পরিণত করার জন্য কেন্দ্রকে প্রস্তাব দেওয়া হয়েছিল। এই আবহে সরকারের টেলিকম দফতর সেই প্রস্তাব গ্রহণ করে। অর্থ মন্ত্রকের তরফে সেই বিষয়ে অনুমোদন দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত সেই প্রস্তাবে বেঁকে বসে ভোডাফোন-আইডিয়া। পরে অবশ্য ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এই প্রস্তাব মতোই সরকার ভোডাফোন-আইডিয়ার ৩৩ শতাংশ শেয়ারের মালিক হয়।