অবসরের পরে প্রধান বিচারপতি কী সুযোগ সুবিধা পাবেন তা নিয়ে এবার নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রের আইন মন্ত্রক। সেই নোটিফিকেশনে একাধিক বিষয়কে উল্লেখ করা হয়েছে।
১) ডোমেস্টিক হেল্পের ব্যবস্থা থাকবে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির জন্য। সেই গৃহ সহায়ক জুনিয়র কোর্ট অ্যাটেনড্যান্টের সমতুল্য।
২) তাঁর জন্য গাড়ির চালকের ব্যবস্থা থাকবে।
৩) সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট থাকবে তাঁর জন্য।
৫) যদি তিনি কোনও হুমকির জেরে আগে থেকেই তাঁর উচ্চ পর্যায়ের নিরাপত্তা থাকে তবে তাঁর সেই নিরাপত্তা বজায় থাকবে।
৬) অবসরের পরে আগামী ৬ মাস পর্যন্ত তিনি দিল্লিতে বাড়ি পাবেন।
৭) অবসরপ্রাপ্ত প্রধানবিচারপতির জন্য় বিমানবন্দরে বিশেষ সৌজন্যের ব্যবস্থা থাকবে।
৮) পাশাপাশি বিনামূল্যে ফোনের ব্যবস্থা থাকবে অবসরপ্রাপ্ত বিচারপতির জন্য।
সূত্রের খবর নতুন সংশোধনী এনে এই নোটিফিকেশন জারি করেছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে এই নতুন নির্দেশিকা মেনেই পদক্ষেপ নেওয়া হবে। সেক্ষেত্রে লাইফটাইমের জন্য তাঁদের ডোমেস্টিক হেল্পের ব্যবস্থা থাকছে। অবসরের পরেও নিরাপত্তার সবরকম ব্যবস্থা থাকবে। এদিনই ভারতের ৪৯তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন ইউইউ ললিত।