রামনবমীতে একাধিক জায়গায় হিংসার ঘটনায় বিহার সরকারকে কড়া আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারের মানুষের কাছে আর্জি করলেন, ২০২৪ সালে বিহারের ১০০ শতাংশ লোকসভা আসনে পদ্মফুল ফোটাতে হবে। তারপর বিধানসভা নির্বাচনে বিজেপির সরকার গঠন করতে হবে বিহারবাসীকে। তারপরই দাঙ্গাবাজদের উলটো করে ঝুলিয়ে সোজা করা হবে।
রবিবার বিহারের নওয়াদা জেলায় একটি জনসভায় শাহ বলেন, ‘আজ পুরো বিহারের মানুষ উদ্বিগ্ন, কারণ নালন্দার বিহার শরিফ, সাসারামে আগুন জ্বলছে। সবাই চিন্তিত হয়ে পড়েছেন। আমি আপনাদের বলছি, ২০২৪ সালে মোদীজিকে সব আসন দিয়ে দিন - ৪০ টি মধ্যে ৪০ টি আসনই দিন। আর ২০২৫ সালে বিজেপির সরকার গঠন করুন। এই দাঙ্গাবাজদের উলটো ঝুলিয়ে সোজা করার কাজ করবে ভারতীয় জনতা পার্টি। আমরা তুষ্টিকরণের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা ভোটব্যাঙ্কের রাজনীতি করি না। আমাদের রাজত্বে দাঙ্গা হয় না।’
আরও পড়ুন: নতুন করে হিংসায় তপ্ত বিহার, নালন্দায় ১ জনের মৃত্যু, সাসারামে বিস্ফোরণ, আহত ৬
এবার রামনবমীতে নালন্দা জেলার বিহার শরিফ টাউনে হিংসা ছড়ায়। রণক্ষেত্রের চেহারা নেয় বিহার শরিফ টাউন। রবিবার বিহার পুলিশের তরফে দাবি করা হয়েছে, 'বিহার শরিফে স্বাভাবিকত্ব ফিরে এসেছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। ইতিমধ্যে ৭৭ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। যে সব এলাকায় হিংসা ছড়িয়েছে, সেইসব জায়গায় উচ্চপদস্থ আধিকারিকরা আছেন ও ওই সব এলাকায় পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।'
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এলাকায় নতুন করে উত্তেজনা বাড়ছে বলে যে দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তা পুরোপুরি ভুয়ো। আমজনতাকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। বিষয়টি নিয়ে বিহার পুলিশের এক শীর্ষকর্তা বলেছেন, 'রামনবমীতে যে হিংসা হয়েছে, সেটার জন্য যারা দায়ি, সেই দুষ্কৃতীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।' সেইসঙ্গে সাসারামেও হিংসার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: আগামী বছর ওই রাস্তাতেই রামনবমীর মিছিল হবে, হাওড়ায় পুলিশকে হুঁশিয়ারি সুকান্তের
সেই বিষয়টি নিয়ে শাহ বলেন, ‘আমি ভগবানের প্রার্থনা করছি যে রাজ্যে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসব। সকালে আমি রাজ্যপালের সঙ্গে কথা বলেছি। রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং খুব রেগে গিয়েছেন এবং বলছেন যে কেন আমি বিহার নিয়ে চিন্তিত। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিহারের আইন-শৃঙ্খলা নিয়েও আমার চিন্তা আছে।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)