অ্যামাজন ডট কমের তরফে বুধবার জানানো হয়েছে যে, তাদের হিউস্টন গুদামগুলির মধ্যে একটিতে রোবোটিক সিস্টেম ব্যবহার করছে। এবং এর ফলে ডেলিভারির গতি বাড়াবে বলেও মনে করছে তারা। এর উপর ভিত্তি করে কর্মীদের নিরাপত্তাও বাড়বে বলে মত তাদের।
‘Sequoia’ নামক প্রযুক্তিটি মোবাইল রোবট এবং রোবোটিক যন্ত্র-সহ একাধিক সিস্টেমকে একত্রিত করে তৈরি করা হয়েছে। অ্যামাজন বলেছে যে সিকোইয়া ৭৫ শতাংশ দ্রুত ইনভেন্টরি সনাক্ত করতে এবং সংরক্ষণ করতে সাহায্য করতে পারে। এটি একটি গুদামে অর্ডার প্রসেস করার সময়কে ২৫ শতাংশ পর্যন্ত কমিয়ে দেবে বলে মনে করছে অ্যামাজন কর্তৃপক্ষ।
(আরও পড়ুন: Amazon, Flipkart-এর সঙ্গে পাল্লা Jio Mart-এর, ধোনিকে সংস্থার ‘মুখ’ করলেন আম্বানি)
অ্যামাজন নামের ই-কমার্স জায়ান্ট বছরের পর বছর ধরে অটোমেশনে বিপুল মাত্রায় বিনিয়োগ করছে। অর্ডার প্যাকেজ করা থেকে শুরু করে এমন প্রযুক্তি তৈরি করা হয়েছে, যা দোকানদার বিহীন ভাবেই খুচরো দোকানগুলিকে চালাতে সক্ষম হবে।
(আওর পড়ুন: Amazon আর Flipkart-এ একই দিনে শুরু SALE! জানুন কোথায় কী অফার)
হালে অন্যান্য বেশ কয়েকটি বড় বিক্রেতারাও রোবোটিক সিস্টেমে বিনিয়োগের পরিকল্পনা তৈরি করেছে। প্রতিদ্বন্দ্বী ওয়ালমার্ট এই বছরের শুরুতে বলেছিল যে, তারা ২০২৬-এর অর্থবছরের শেষ নাগাদ প্রায় ৬৫ শতাংশ স্টোর অটোমেশনের মাধ্যমে পরিষেবা দিতে পারবে বলে আশা করছে।
(আরও পড়ুন: অনলাইনে জিনিস কেনেন? এই কোম্পানি আজ থেকে আর ২০০০ টাকার নোট নেবে না)
অ্যামাজন তাদের গুদামগুলিতে বিপজ্জনক অবস্থার জন্য ইতিমধ্যেই চাপে। মার্কিন নিরাপত্তা নিয়ন্ত্রকদের প্রশ্নের মুখে দাঁড়িয়ে তারা। তাই কর্মীদের নিরাপত্তা উন্নত করতে রোবটের উপরেই তারা এখন বেশি করে ভরসা রাখছে।
সংস্থাটি বলেছে, যে রোবোটিক্স নিয়ে কাজ করা একটি স্টার্টআপ সংস্থার সঙ্গে তারা কাজ করছে। ‘ডিজিট’ নামে একটি দুই পায়ের রোবট নিয়ে তারা পরীক্ষা শুরু করবে। সেই পরীক্ষার কাজ শুরু হয়েছে। এবং তাতে ইতিমধ্যেই আশা দেখা যাচ্ছে।