রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ২০২২ সালের ৩০ মার্চ নন-টেকনিকাল পপুলার ক্যাটেগরির (এনটিপিসি)২০১৯-এর সংশোধিত ফলাফল প্রকাশ করেছে। যে প্রার্থীরা RRB NTPC CBT 1 পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা আঞ্চলিক RRB-র অফিসিয়াল সাইটের মাধ্যমে স্কোর কার্ড দেখতে পারবেন।
গত ১৫ জানুয়ারি রেলের এনটিপিসি পরীক্ষার প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছিল। তারপরই রেলের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল বিহার এবং উত্তরপ্রদেশ। জ্বালিয়ে দেওয়া হয়েছিল ট্রেনের বগি। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল পাথর। বিক্ষোভের মুখে এনটিপিসি এবং লেভেল ওয়ান পরীক্ষা স্থগিত করে দিয়েছিল রেল। তারইমধ্যে প্রার্থীদের দাবি বিবেচনা করার জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। ফল দেখুন এখানে
কীভাবে দেখবেন ফল:
> আঞ্চলিক RRB-র অফিসিয়াল সাইটে যান।
> হোম পেজে উপলব্ধ RRB NTPC 2019 CBT 1 স্কোর কার্ড লিঙ্কে ক্লিক করুন।
> একটি নতুন পেজ খুলবে যেখানে প্রার্থীদের লগইন ক্রেডেনশিয়াল পূরণ করতে হবে।
> সাবমিট এ ক্লিক করুন এবং আপনার স্কোর কার্ড স্ক্রিনে প্রদর্শিত হবে।
>স্কোর কার্ড দেখুন এবং ডাউনলোড করুন। প্রয়োজনী একটি প্রিন্টআইট বের করে রাখুন।
এদিকে আজ বোর্ড লেভেল ২, লেভেল ৩, লেভেল ৫ এবং লেভেল ৬-এর জন্য সংশোধিত ফলাফল এবং কাট অফ মার্কসও প্রকাশ করেছে। উল্লেখ্য, এর আগে চাকরিপ্রার্থীদের দাবি ছিল, যাঁরা একাধিক ক্যাটেগরিতে আবেদন করেছেন এবং সুযোগ পেয়েছেন, তাঁদের জন্য যেন একটি ক্যাটেগরির জন্য বিবেচনা করে রেল। সেক্ষেত্রে আরও বেশি সংখ্যক প্রার্থী রেলে চাকরির সুযোগ পাবেন। সেইসঙ্গে চাকরিপ্রার্থীরা দাবি করেন, যত সংখ্যক শূন্যপদ আছে, তার ২০ গুণ প্রার্থীকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হবে। সেই দাবি মেনে নয়া স্কোরকার্ড প্রকাশ করল রেল বোর্ড।