মিড ডে মিল নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেকদিন ধরেই করে আসছিলেন বিরোধীরা। এরই মাঝে কেন্দ্র থেকে পর্যবেক্ষক দল এসে পরিস্থিতি খতিয়ে দেখে যান। আর এবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে তোলপাড় রাজ্য রাজনীতি। পিটিআই সূত্রে খবর, গতবছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে মিড ডে মিলের ভুল সংখ্যা দেখিয়ে কারচুপি করা হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, যত সংখ্যক মিড ডে মিল পরিবেশন করা হয়েছে, তার থেকে বেশি সংখ্যা দেখানো হয়েছে খাতায়-কলমে। এই ভাবে গতবছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে অন্তত ১০০ কোটি টাকার দুর্নীতি করা হয়েছে বলে দাবি রিপোর্টে। (আরও পড়ুন: ঘামিয়ে না কাঁদিয়ে ছাড়বে, 'বদল' বাংলার আবহাওয়ায় সতর্ক থাকতে নির্দেশিকা সরকারের)
প্রসঙ্গত, পিএম পোষণ প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্তে প্যানেল গঠন করে শিক্ষামন্ত্রক। শিক্ষা মন্ত্রকের সেই প্যানেলের পেশ করা রিপোর্টে দাবি করা হয়েছে, গত অর্থবর্ষের প্রথম দুই ত্রৈমাসিকে ১৪০ কোটি ২৫ লক্ষ মিড ডে মিল পরিবেশনের দাবি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। কিন্তু স্থানীয় প্রশাসনের রিপোর্টে দেখা যাচ্ছে, ১২৪ কোটি ২২ লক্ষ মিড ডে মিল পরিবেশন করা হয়েছে।
আরও পড়ুন: এবার বাংলায় তৈরি হবে 'স্লিপার ক্লাস' বন্দে ভারত! বরাত মিলেছে ৯৬০০ কোটির
এর আগে সম্প্রতি কলকাতা পুরসভার অডিটে মিড ডে মিলের হিসেবে গরমিল দেখা গিয়েছিল। কলকাতা পুরসভার অভ্যন্তরীণ অডিট রিপোর্টে স্কুলগুলির মিড ডে মিলের খরচে অসামঞ্জস্য ধরা পড়ে। গত ৩০ মার্চের সেই রিপোর্টে দাবি করা হয়, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবর্ষে মিড ডে মিল পরিচালনার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে যে অর্থ বরাদ্দ করা হয়েছে, তা 'অতিরিক্ত'। হিসেব করে দেখা গিয়েছে, মোট ৯৩ লক্ষ ৬২ হাজার ৫৪৮ টাকা অতিরিক্ত খরচ করেছে পুরসভা। হিসেব বহির্ভূত ভাবে এভাবে প্রায় এক কোটি টাকা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে দেওয়া নিয়ে অডিট রিপোর্টে প্রশ্ন তোলা হয়।
২০১৯ সালের হিসাব অনুযায়ী, কলকাতা পুরসভা পরিচালিত ২৫৩টি পুর প্রাথমিক বিদ্যালয় ও ৮১টি শিশু শিক্ষা কেন্দ্রে মিড ডে মিল রান্নার দেওয়া হয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে। অডিট রিপোর্ট অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবর্ষে পুর বিদ্যালয়গুলিতে মিড ডে মিল রান্নার জন্য খরচ হওয়ার কথা ছিল ৭৪ লক্ষ ৩৬ হাজার ২৩০ টাকা। তবে পুরসভার খরচের খাতায় সেই বাবদ ১ কোটি ৩১ লক্ষ ১৮ হাজার ৬৮ টাকার ব্যয় দেখানো হয়েছে। এদিকে ২০১৯-২০ অর্থবর্ষে পুর বিদ্যালয়গুলিতে মিড ডে মিল রান্নার জন্য খরচ হওয়ার কথা ছিল ৭৬ লক্ষ ৭৫ হাজার ৩৬৩ টাকা। তবে পুরসভার খরচের খাতায় সেই বাবদ ১ কোটি ১৩ লক্ষ ৫৬ হাজার ৭৩ টাকার ব্যয় দেখানো হয়েছে। ২০২০-২১ অর্থবর্ষেও হিসেবে গরমিল রয়েছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। আর এবার কেন্দ্রের রিপোর্টে সার্বিক ভাবে গোটা বাংলার দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে এল।