ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী তথা কংগ্রেস বিধয়াক আলমগির আলির ব্যক্তিগত সচিব সঞ্জীব লাল এবং তাঁর চাকরকে গ্রেফতার করল ইডি। তাদের বাড়ি থেকে ৩২ কোটি টাকা নগদ উদ্ধার হয় গতকালকের অভিযানে। সেই টাকার উৎস সম্পর্কে স্পষ্ট কিছু বলতে পারেননি সঞ্জীব লাল এবং তাঁর চাকর। জানা গিয়েছে, আর্থিক তছরূপ সংক্রান্ত মামলার তদন্তে এই তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময় এই বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়। (আরও পড়ুন: আজকের ভোটে ধনীতম প্রার্থী ১৩৬১ কোটির মালকিন! তৃতীয় স্থানে শিবাজির বংশধর)
আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি হবে আজ, ৬০ কিমি বেগে ধেয়ে আসছে দুর্যোগ
আরও পড়ুন: শেষ মুহূর্তে বড় গোলমাল, মহাকাশযান থেকে বের করে আনা হল সুনীতাকে, স্থগিত অভিযান
রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে ঝাড়খণ্ডে এই আর্থিক তছরূপ সংক্রান্ত মামলা শুরু হয়েছিল। গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে বেশ কয়েকটি প্রকল্পে টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় অভিযুক্ত হয়েছিলেন দফতরের মুখ্য ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রাম। তাঁকে গ্রেফতার করে মামলার তদন্ত শুরু করে ইডি। তাঁকে জেরা করেই এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: আজকের ৯৩ আসনে ২০১৯ সালে ৫১.৮% ভোট পেয়েছিল NDA! কতটা পিছিয়ে INDIA?)
আরও পড়ুন: জঙ্গিপুরে ভোটকেন্দ্রের সামনেই তৃণমূল নেতার সঙ্গে হাতাহাতিতে জড়ালেন BJP প্রার্থী
আরও পড়ুন: Lok Sabha Vote LIVE: ভোটের কাজ করতে করতেই মৃত্যু প্রিসাইডিং অফিসারের
জানা গিয়েছে, বীরেন্দ্র রামে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গিয়েছিল, তার ওপর ভিত্তি করেই ইডি তল্লাশি অভিযান চালায়। এই আবহে শেষ পাওয়া খবর পর্যন্ত ৩০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। এর আগে বাংলার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দু'টি বাড়িতে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এই অভিযানে উদ্ধার হওয়া টাকা সেই পরিমাণকে ছুঁতে পারে কি না, তা নিয়ে অনেকেরই মনে কৌতুহল জেগেছে। (আরও পড়ুন: তৃতীয় দফার ভোটে বাংলায় কোটিপতি প্রার্থী ১৩ জন, ধনীতম নেতার সম্পত্তি কত জানেন?)
আরও পড়ুন: বাংলার ৪ আসনে ভোট আজ, ২০১৯-এ কে কোথায় জিতেছিল, ২০২১-এর নিরিখে এগিয়ে আছে কে?
নানা রকম প্রকল্পের মাধ্যমে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে এই মামলায়। এই আবহে মন্ত্রীর সচিবের নাম জড়ায়। এদিকে তদন্তকারীরা দাবি করেছেন, সঞ্জীব নাকি রাজ্যের অনেক মন্ত্রীর সঙ্গেই আর্থিক লেনদেন করেছিলেন। এই আবহে এই দুর্নীতিতে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের কাজ চলছে। সঞ্জীবের বাড়ি থেকে এই আবহে উদ্ধার হয়েছে একটি পেনড্রাইভ। এদিকে বিজেপির অভিযোগ, এই বিপুল পরিমাণ অর্থ নির্বাচনে ব্যবহার করার পরিকল্পনা ছিল। এই নগদ টাকা উদ্ধার প্রসঙ্গে ঝাড়খণ্ড বিজেপির মুখপাত্র প্রতুল সহদেব বলেন, 'ঝাড়খণ্ডে দুর্নীতি শেষই হচ্ছে না। এই বিপুল পরিমাণ টাকা দেখেই বোঝা যাচ্ছে, নির্বাচনে টাকা ব্যবহার করার পরিকল্পনা ছিল। নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ করা উচিত।'