ভারত ধর্মীয় দায়িত্ব পালনে বিশ্বাসী। এমনই মত রাষ্ট্র্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের। ধর্মীয় জায়িত্ব প্রসঙ্গে আরএসএস প্রধানের আরও মত, ভারত কোনও ভাবেই রাশিয়া, চিন বা আমেরিকার মতো কর্তৃত্ব ফলাতে চায় না এই ইস্যুতে। গতকাল 'বেদ সংস্কৃত জ্ঞান গৌরব সমারোহ' অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন মোহন ভাগবত।
আরএসএস প্রধান গতকাল বলেন, 'ভারত অন্যদের সেবায় বিশ্বাস করে এবং এই ঐতিহ্য বেদ থেকে অনুসরণ করা হচ্ছে। আমাদের দেশ একটি ধার্মিক জাতি হয়ে ওঠার লক্ষ্যে বিকশিত হচ্ছে। আমরা উন্নত জাতি হওয়ার পথ প্রশস্ত করার সাথে সাথে ধর্মীয় কর্তব্যগুলিই পালন করছি। একটি দেশ উন্নত হলেই অন্যান্য দেশের উপর তাদের ক্ষমতা প্রয়োগ করতে চায়। যেমন, সোভিয়েত যখন ক্ষমতায় ছিল তখন আমেরিকা তাদের উৎখাত করেছিল এবং এখন চিন মার্কিন যুক্তরাষ্ট্রকে হারানোর জন্য চেষ্টা করছে। এই একই কারণে ইউক্রেনকে একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করছে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে ব্যবহার করে একে অপরের বিরুদ্ধে লড়াই করছে তারা। এমনকি ভারতকে তাদের লড়াইয়ে যোগ দিতে রাজি করানোর চেষ্টা করছে তারা। কিন্তু ভারত শুধু ইউক্রেনকে সাহায্য করতে চায়। পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার অন্তর্দ্বন্দ্বকে শেষ করতে চায়। এটাই আমাদের জাতি।'
এদিকে আরএসএস প্রধান আরও দাবি করেছেন যে কোনও জাতির সাহায্যের প্রয়োজন হলে ভারত নিস্বার্থ ভাবে তাদের সাহায্য করবে। সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক সেখানে বাধা হয়ে দাঁড়াবে না। শ্রীলঙ্কার উদাহরণ তুলে ধরে এই ইস্যুতে মোহন ভাগবত বলেন, 'শ্রীলঙ্কা সবসময় চিন বা পাকিস্তানের পাশে থাকত এবং সবসময় ভারতকে তাদের অভ্যন্তরীণ বিষয়গুলি থেকে দূরে রাখত। কিন্তু যখন এই দেশটা বিপদে পড়েছে তখন শুধুমাত্র ভারতই তাদের সাহায্য করতে এগিয়ে এসেছিল। কারণ আমরা ধর্মে বিশ্বাস করি এবং কখনই কোনও দেশের পরিস্থিতির সুবিধা তুলব না।'
এদিকে বিজ্ঞান প্রসঙ্গে আরএসএস প্রধান গতকালকের অনুষ্ঠানে বলেন, 'বিজ্ঞান ধর্মকে অবজ্ঞা করে। এমনকি বলে যে ঈশ্বর যদি টেস্ট-টিউবে উপস্থিত হয়, তখনই তারা এর অস্তিত্ব বিশ্বাস করবে। আপনি সবকিছু দেখতে পান না। তবে বিজ্ঞানও গণিত ব্যবহার করে নিজেদের স্বার্থে। তবে গণিত দেখা যায় না। অবশ্য আমাদের রীতিতেও গণিতের ব্যবহার করা হয়েছে। মানুষ ভয় পায় যে আগামীতে মানব জাতির স্থান দখল করে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষ ভয় পায় যে আমরা অস্তিত্বহীন হয়ে যাব। বিজ্ঞান মানুষকে জৈবিক প্রাণী হিসাবে বিবেচনা করে মাত্র।'