ইউক্রেনে হামলার আগে ব্রিটেনকে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসির প্রচারিত একটি তথ্যচিত্রে এমনটাই দাবি করেছেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। 'পুতিন ভার্সেস দ্য ওয়েস্ট' তথ্যচিত্রে দাবি করা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার ঠিক আগেই রাশিয়া এই হুমকি দিয়েছিল ব্রিটেনকে।
বরিস জনসন দাবি করেন, রাশিয়া ইউক্রেনে হামলার জন্য যখন সীমান্তে সৈন্য সংগ্রহ করছিল সেই সময় গত ফেব্রুয়ারিতে বরিস জনসন পুতিনকে যুদ্ধ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন। তখন পুতিন তাঁকে বলেছিলেন, ‘বরিস আমি তোমাকে আঘাত করতে চাই না। একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ব্রিটেনকে হামলা করতে মাত্র এক মিনিট লাগবে।’ এরপরে অবশ্য বরিস আর কথা বাড়াননি। তবে তিনি বিষয়টিকে মোটেও হালকাভাবে নেননি। এরপরে তিনি সতর্ক হয়েছিলেন। এই তথ্যচিত্রতে ২০১৪ সালে ক্রিমিয়া আক্রমণ থেকে ২০২২ সালে ইউক্রেন আক্রমণ পর্যন্ত বিশ্ব নেতাদের সঙ্গে ভ্লাদিমির পুতিনের আলোচনার উপর আলোকপাত করা হয়েছে।
বরিস জনসন আরও বলেছেন, তিনি রাশিয়ার রাষ্ট্রপতিকে কোনও সংঘাত এড়াতে নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করেছিলেন। যুদ্ধ এড়াতে ব্রিটেনের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস রুশ প্রতিরক্ষা সচিব সের্গেই শোইগুর সঙ্গেও দেখা করেছিলেন। বেন ওয়ালেস এই যুদ্ধকে শক্তি প্রদর্শন হিসাবে বর্ণনা করেছেন। সে বিষয়টিও ওই তথ্যচিত্রে প্রকাশ করা হয়েছে। এমন অবস্থায় বরিসের দাবিকে কেন্দ্র করে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে বিশ্ব রাজনীতিতে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup