মহারাষ্ট্রের সরকারের ভবিষ্যতের উপর প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। জানা গিয়েছে, প্রায় ১০ থেকে ১২ জন বিধায়ককে নিয়ে গুজরাটে চলে গিয়েছেন শিবসেনার প্রভাবশালী নেতা একনাথ শিন্ডে। এই আবহে শিবসেনার বর্ষীয়ান নেতা সঞ্জয় রাউতের দাবি, ‘অল ইজ ওয়েল’। সঞ্জয় রাউতের দাবি, ‘গুজরাটে যাওয়া শিবসেনার বিধায়কদের অধিকাংশই কিছু না জেনেই সেখানে গিয়েছেন। গুজরাট বিজেপির সভাপতি সিআর পাতিল সব করছেন। এই সব কিছুর নেপথ্যে কে আছেন, সব জানা আছে আমাদের।’
এদিকে যে একনাথ শিন্ডেকে নিয়ে এত কাণ্ড, সঞ্জয়ের দাবি, একনাথ দলের সঙ্গেই আছেন, তিনি রেগে নেই। সঞ্জয় বলেন, ‘আমার মনে হয় না একনাথ শিন্ডে দলীয় নেতৃত্বের সঙ্গে ক্ষুব্ধ। তিনি আমাদের সাথে ছিলেন। মঙ্গলবারের কাউন্সিল নির্বাচনে আমাদের প্রার্থীদের নির্বাচিত করার জন্য কাজ করছেন তিনি। একনাথ শিন্ডে একজন কট্টর শিব সৈনিক।’
পরে অবশ্য শিবসেনা মুখপাত্র বলেন, ‘শিবসেনার কিছু বিধায়ক এবং একনাথ শিন্ডের সঙ্গে বর্তমানে যোগাযোগ করা যাচ্ছে না। রাজ্য সরকারের পতনের চেষ্টা চলছে কিন্তু বিজেপিকে মনে রাখতে হবে মহারাষ্ট্র রাজস্থান বা মধ্যপ্রদেশের থেকে অনেক আলাদা। আমি একনাথ শিন্ডে জিকে চিনি, তিনি একজন সত্যিকারের শিব সৈনিক। কোনও শর্ত ছাড়াই তিনি ফিরে আসবেন।’ যদিও সূত্রের খবর, কংগ্রেস-এনসিপির সঙ্গে জোট ভাঙতে হবে। অপরদিকে একনাথ শিন্ডের মান ভাঙাতে দলের শীর্ষ দুই নেতাকে সুরাতে পাঠানো হচ্ছে একনাথ শিন্ডের সঙ্গে দেখা করার জন্য।