জামতাড়া গ্যাং। দেশজুড়ে কোটি কোটি টাকার সাইবার অপরাধ চালায় এই চক্র। বুধবার গভীর রাতে খোদ কলকাতার বুক থেকে পাকড়াও হল এই গ্যাং-এর ১৬ জন চক্রী। আর তাদের কাছ থেকেই মিলল 'সিমবক্স' যন্ত্র।
প্রচুর এটিএম কার্ড, সিম কার্ড, কম্পিউটার ইত্যাদি সাইবার অপরাধীর কাছে থাকাটাই স্বাভাবিক। কিন্তু এই সিমবক্স-ই চিন্তায় ফেলেছে গোয়েন্দাদের। কেন?
কী এই সিমবক্স?
সিমবক্স এমন একটা যন্ত্র, যাতে শতাধিক সিমকার্ড ঢোকানো যায়। উদ্ধার করা সিম বক্সে একসঙ্গে ২৫৬ টি সিম স্লট ক্যাপাসিটি রয়েছে। সাধারণত এগুলি চিনে তৈরি করা হয়। এটি ব্যবহার করে আন্তর্জাতিক কলকে লোকাল কল হিসাবে দেখানো যায়। আবার চাইলে উল্টোটাও করা যায়। এটি ব্যবহার করেই বিদেশ থেকে আসা কলকে ডাইভার্ট করে লোকাল কল করে দিত জামতাড়া গ্যাং।
লোকেশন বদলে যাওয়ায় কোথা থেকে কল আসছে, তার টাওয়ার লোকেশান খুঁজে পেতেন না পুলিশকর্মীরা। ব্লক করাও সম্ভব হত না। এই সিমবক্স ব্যবহার করেই চলত আর্থিক প্রতারণার কাজ।
ফোন করে ভুয়ো পরিচয় দিতে এটিএম নম্বর, অ্যাকাউন্ট নম্বর হাতানোর মতো কাজ হতো এই সিমবক্স ব্যবহার করে।
ফোন করে বা মেসেজে কেউ নিজেকে ব্যাঙ্ককর্মী বলে দাবি করে কোনও নম্বর জানতে চাইলে খবরদার শেয়ার করবেন না। ব্যাঙ্ক কর্মীরা কখনই ফোনে তথ্যাবলী চাইবেন না। সরাসরি ব্যাঙ্কের শাখাতেই আসতে বলবেন।
আর লটারি জেতা সংক্রান্ত মেসেজেও ব্যাঙ্ক ডিটেইলস চাইলে কখনই দেবেন না।