বাংলা নিউজ > ঘরে বাইরে > Sikkim Flash Flood: রাত ১২টা ১০, পাওয়ার হাউসের বুকে ঝাঁপিয়ে পড়ল তিস্তা, ভেঙে ফেলল ব্রিজ, হাড়হিম অভিজ্ঞতা সিকিমে

Sikkim Flash Flood: রাত ১২টা ১০, পাওয়ার হাউসের বুকে ঝাঁপিয়ে পড়ল তিস্তা, ভেঙে ফেলল ব্রিজ, হাড়হিম অভিজ্ঞতা সিকিমে

সিকিমে ভয়াবহ বিপর্যয়। (PTI) (HT_PRINT)

সিকিমের তিন জেলা মঙ্গন( উত্তর সিকিম), পাকিয়ং ও গ্যাংটক( পূর্ব সিকিম) মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। সবথেকে বেশি ক্ষতির মুখে পড়েছে মঙ্গন।

প্রমোদ গিরি

তিস্তা একেবারে ধ্বংসলীলা চালাল সিকিমে। শান্ত নদীর এমন অশান্ত রূপ ফের দেখল সিকিম। সিকিমের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প সিকিম উরজাতে বিরাট বিপর্যয়। বাঁধ ও পাওয়ার হাউসকে সংযোগকারী যে ব্রিজ ছিল সেটা ভাসিয়ে নিয়ে গিয়েছে তিস্তা।

সিকিম উরজা লিমিটেডের সুনীল সারোগি বলেছিলেন,' রাত ১২টার পরে মাত্র ১০ মিনিটের মধ্য়ে ভেসে গেল চুংথাংয়ের এর বাঁধ। ২০০ মিটার ব্রিজটাও ভেঙে গেল। গোটা পাওয়ার হাউস জলের তলায়।'

উত্তর সিকিমের চুংথাং ও মঙ্গনে ১২০০ মেগাওয়াট প্রজেক্ট। গত বছর থেকে এই প্রথমবার লাভের মুখ দেখছিল এই প্রকল্প। এই প্রকল্পে সিকিমের শেয়ার আছে ৬০.০৮ শতাংশ। প্রায় ২৫,০০০ কোটির প্রকল্প। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে এখানকার ইউনিট সফলভাবে কার্যকরী হয়েছিল।

কিন্তু নদীর প্রবল স্রোতে ক্ষতিগ্রস্ত সংযোগকারী ব্রিজ। অন্তত ৩০জনের খোঁজ মিলছে না। মঙ্গলবার রাতে অন্তত ৬টা ব্রিজ জলের তোড়ে ভেসে গিয়েছে।

ফোনে সারোগি জানিয়েছেন, রাত ১১টা ৫৮ নাগাদ আমরা আইটিবিপির কাছ থেকে খবর পাই। আমাদের টিম ড্যামের গেট খোলার জন্য যায়। গেট খোলার আগে হড়পা বান ধাক্কা মারল। তারা সব প্রাণ বাঁচাতে ছুটতে থাকে। ১২-১৩জন ছিলেন। পরে আইটিবিপি তাদের উদ্ধার করে রাত ২টো নাগাদ।

তিনি বলেন, আমরা পাওয়ার হাউসে যেতে পারছি না। গোটা টিম অপেক্ষা করছে। রাস্তা বন্ধ। মঙ্গনের পাওয়ার হাউজে কতটা ক্ষতি সেটাও বুঝতে পারছি না। যে ব্রিজটা দিয়ে পাওয়ার হাউজে যেতাম সেটাও ভাসিয়ে নিয়ে গিয়েছে। তবে পাওয়ার হাউজের মধ্য়ে কেউ নেই। এটাই সৌভাগ্যের।

তিনি জানিয়েছেন হাজার কোটির ক্ষতি হয়ে গেল। ড্যাম আর ব্রিজ বানতেই হাজার কোটি লেগে যাবে।

এদিকে সিকিমের তিন জেলা মঙ্গন( উত্তর সিকিম), পাকিয়ং ও গ্যাংটক( পূর্ব সিকিম) মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। সবথেকে বেশি ক্ষতির মুখে পড়েছে মঙ্গন। আধিকারিকরা জানিয়েছিলেন, তিস্তার জলসীমা বিপদসীমার উপর চলে যেতে পারে। উত্তরবঙ্গের কিছু জেলায় ও বাংলাদেশে বন্যা পরিস্থিতির সতর্কতা রয়েছে।

 

ঘরে বাইরে খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী রয়েছে? জ্যোতিষমতে ১৩ মের রাশিফল দেখে নিন শূন্য রানে আউট বাবর, ফখর-রিজওয়ানের যুগলবন্দিতে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান পরপর ফ্লপ, তাই অভিনয় ছেড়ে ইমরান? সাফাই দিয়ে বললেন, ‘টাকা ছিল, কিন্তু…’ আউট করেই কাঁধ দিয়ে ঠেলা, ইশান্তের ছেলেমানুষি হাসিয়ে ছাড়ল কোহলিকে- ভিডিয়ো জীবনের কঠিন সময় হাত ছেড়ে পালিয়েছিল প্রেমিকা, সেই স্মৃতি হাতড়ে মিঠুন বললেন… RR-কে হারিয়ে তিনে উঠল CSK, দিল্লিকে উড়িয়ে পাঁচে RCB, জমে ক্ষীর প্লে-অফের লড়াই ফের গরমের অস্বস্তি? বৃষ্টির দাপট দক্ষিণে কমবে কবে থেকে? রইল আবহাওয়ার খবর ঋষভহীন দিল্লিকে দুুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে টিকে RCB, খাদের কিনারায় ক্যাপিটালস ‘‌যদি আদানি এক ব্যাগ টাকা পাঠায় সেটা আমার জন্য যথেষ্ট’‌, বিস্ফোরক মন্তব্য অধীরের আদৃতের প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব, দিদিয়া-উচ্ছেবাবুর বিয়ের জশন-এ ‘মিসিং’ নায়িকা

Latest IPL News

আউট করেই কাঁধ দিয়ে ঠেলা, ইশান্তের ছেলেমানুষি হাসিয়ে ছাড়ল কোহলিকে- ভিডিয়ো ঋষভহীন দিল্লিকে দুুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে টিকে RCB, খাদের কিনারায় ক্যাপিটালস প্রথম ম্যাচে থেকে নিজেই সিদ্ধান্ত নিয়েছি, ধোনির কাছে যাইনি…বললেন রুতুরাজ, ভিডিয়ো চিপকের দুর্গে চিড় ধরাতে পারলেন না স্যামসনরা, লড়াকু জয়ে প্লে-অফের পথে ধোনিরা যুক্তি সাজিয়ে নিয়ে গিয়েছিলেন সৌরভরা, তাও কেন আটকাতে পারলেন না পন্তের নির্বাসন? জেনে-বুঝে ফিল্ডিংয়ে বাধা, জাদেজাকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট দিলেন আম্পায়ার IPL 2024-কেরিয়ারে আপ অ্যান্ড ডাউন চলছে, কার দিকে আঙুল তুললেন রিঙ্কু? ভিডিয়ো IPL-ওরা ব্যবসাদার, লাভ ক্ষতি ছাড়া কিছু বোঝে না… গোয়েঙ্কাকে ধুয়ে দিলেন সেহওয়াগ তিলক বর্মা আউট হতেই গৌতির ‘গম্ভীর’ মুখে ফুটল হাসি, মজা করলেন ধারাভাষ্যকাররাও IPL 2024- রোহিতকে ট্র্যাপে ফেলারই চেষ্টা ছিল, উদ্দেশ্য সফল হওয়ার পর বললেন বরুণ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.