লকডাউনে দেশবাসীর পাশে দাঁড়িয়ে সকলের হৃদয় জয় করেছিলেন অভিনেতা-সমাজকর্মী সোনু সুদ। তবে মহামারী পরিস্থিতির পরেও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি।
সম্প্রতি বিহারের চৌমুখী কুমারী নামে এক শিশুর পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। চার পা এবং চার হাত নিয়ে জন্ম শিশুটির। বৃহস্পতিবার চৌমুখীর সঙ্গে নিজের ছবি শেয়ার করেন সোনু। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, শিশুটির একটি অস্ত্রোপচার হয়েছে।
অস্ত্রোপচারের আগে এবং পরে চৌমুখীর ছবি পোস্ট করেন সোনু। তিনি লেখেন, 'মেরা অর চৌমুখী কুমারী কা সফর কামিয়াব রাহা (আমার এবং চৌমুখী কুমারীর যাত্রা সফল হয়েছে)। বিহারের একটি ছোট গ্রামে চার পা ও চার হাত নিয়ে জন্মেছিল চৌমুখী। এখন সে সফল অস্ত্রোপচারের পর বাড়ি ফিরেতে প্রস্তুত।'
নিউজ এনসিআর-এর একটি রিপোর্টে বলা হয়েছে, সোনু চৌমুখীকে অপারেশনের জন্য সুরাটে পাঠিয়েছিলেন। পরে বুধবার তার ৭ ঘণ্টা দীর্ঘ অস্ত্রোপচার করা হয়।
অভিনেতা সুনীল শেট্টি, পূজা বাতরা, ঋধিমা পণ্ডিত এবং এশা গুপ্তা কমেন্ট করেন সোনুর পোস্টে। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, 'পৃথিবীর সেরা ব্যক্তি।' সোনুকে অনেকে মসিহা বলেও অভিহিত করেন। একজন বলছেন, 'গরিব কা মসিহা (গরিবদের সাহায্যকারী)।'
সোনু বর্তমানে এমটিভি-র রোডিজ হোস্ট করছেন। নতুন সিজনের প্রথম পর্ব ৮ এপ্রিল, ২০২২ থেকে শুরু হয়েছে। সম্প্রতি ড. চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর সিনেমা সম্রাট পৃথ্বীরাজ-এ চাঁদ বারাইয়ের ভূমিকাতেও তাঁকে দেখা গিয়েছে। ছবিটিতে অক্ষয় কুমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন।