মণিপুরে ধারাবাহিক হিংসা। সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট জানিয়ে দিল মনিপুরে নারীদের প্রতি হিংসা বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি গত মে মাস থেকে কতগুলি এফআইআর করা হয়েছে এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে তারও বিবরণ চেয়েছে সুপ্রিম কোর্ট।
কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহেতা মণিপুরের হিংসা প্রসঙ্গে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন মনিপুর হিংসা নিয়ে তদন্তের ক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালত যদি নজরদারি চালায় তবে তাতে কেন্দ্রের কোন আপত্তি নেই।
এবার দেখে নেওয়া যাক মনিপুর হিংসা প্রসঙ্গে সুপ্রিম কোর্টে এদিনের শুনানিতে মূলত কোন অগ্রগতি হল…
১) গত চৌঠা মে মণিপুরে দুই মহিলাকে নগ্ন অবস্থায় রাস্তায় প্যারেড করানো হয়েছিল। এই ঘটনা দেখে শিউরে উঠেছিল গোটা দেশ। গণধর্ষণ করে তাদেরকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়েছিল বলে অভিযোগ। সেই প্রসঙ্গে অ্যাডভোকেট কপিল সিবাল জানিয়েছেন, সেই ঘটনার জেরে তারা আদালতে পিটিশন জমা করেছেন।
২) সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ , ওই যে ভাইরাল ভিডিও সেটাই মণিপুরে নারীদের উপর অত্যাচারের একমাত্র ঘটনা এমনটা নয়। এই ধরনের অত্যাচার বন্ধে বৃহত্তর মেকানিজম তৈরি করার ব্যাপারেও জানিয়েছে সুপ্রিম কোর্ট।
৩) এ জি আর ভেঙ্কটেরামানি আদালতে জানিয়েছেন আমি ব্যক্তিগতভাবে সিবিআই তদন্তে নজরদারি করব।
৪) তবে ওই নির্যাতিতা মহিলাদের পক্ষে আইনজীবী কপিল সিবাল জানিয়েছেন আমরা আদালতে নজরদারিতে সিট তদন্ত চাইছি। সিবিআই তদন্তের জায়গায় ওই ধরনের তদন্ত আমরা চাইছি।
৫) সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নজরদারীতে সিবিআই তদন্ত হলেও কেন্দ্রের কোন আপত্তি নেই।
৬) এডভোকেট ইন্দিরা জয়সিং জানিয়েছেন, একটি উচ্চ পর্যায়ের টিমকে মণিপুরে যাওয়া প্রয়োজন। তারা যাতে নির্যাতিতদের বয়ান রেকর্ড করতে পারেন তার ব্যবস্থা করা প্রয়োজন।
৭) এদিকে সুপ্রিম কোর্ট কার্যত মনিপুর পুলিশকেও তুলোধোনা করে। সুপ্রিম কোর্ট জানিয়েছে একটা এফআইআর করতে ১৪ দিন লেগে যাচ্ছে।। তারা তাদের এই কাজ করতে বাধা দিচ্ছে সেটা জানাতে হবে।
৮) সুপ্রিম কোর্ট মনিপুর সরকারকে জানিয়েছে, কাল দুপুর ২টোর মধ্যে আদালতে দেখা করুন। গত ৩ মে থেকে কতগুলি এফআইআর হয়েছে, কতজনকে গ্রেফতার করা হয়েছে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে সবটা জানাতে হবে।
৯) পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা সাংবিধানিক গণতন্ত্রের পক্ষে গ্রহণযোগ্য নয়।
১০) ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ দিয়েছে অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।