বাংলা নিউজ > ঘরে বাইরে > Supreme Court on Lesbian Couple: সমকামী মহিলাকে 'কাউন্সেলিংয়ের' নির্দেশে কেরল HC-র, স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Supreme Court on Lesbian Couple: সমকামী মহিলাকে 'কাউন্সেলিংয়ের' নির্দেশে কেরল HC-র, স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের দ্বারস্থ সমকামী মহিলা 

সমকামী মহিলার কাউন্সেলিংয়ের নির্দেশ দিয়েছিল কেরল হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সমকামী দম্পতি। সেই আবেদনের প্রেক্ষিতে এবার কেরল হাই কোর্টের নির্দেশকে স্থগিত করল সুপ্রিম কোর্ট। পাশাপাশি এই মামলায় নোটিশও জারি করেছে সর্বোচ্চ আদালত।

সমকামী মহিলার কাউন্সেলিংয়ের নির্দেশ দিয়েছিল কেরল হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সমকামী দম্পতি। সেই আবেদনের প্রেক্ষিতে এবার কেরল হাই কোর্টের নির্দেশকে স্থগিত করল সুপ্রিম কোর্ট। পাশাপাশি এই মামলায় নোটিশও জারি করেছে সর্বোচ্চ আদালত। এর আগে কেরল হাই কোর্টের তরফে সমকামী দম্পতিকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তাঁদের দু'জনের মধ্যে কোনও একজন যাতে মনোবিদের সঙ্গে দেখা করে কাউন্সেলিং করান। দম্পতির যৌনতা নিয়ে প্রশ্ন তোলা হয় হাই কোর্টের তরফে। এই আবহে কেরল হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে জরুরি শুনানির আবেদন করেছিলেন সমকামী দম্পতির আইনজীবী।

আবেদনকারীর বক্তব্য, জন্মগত ভাবে তাঁরা মহিলা এবং তাঁরা নিজ লিঙ্গের প্রতি আকৃষ্ট। এই আবহে দুই মহিলা একে অপরকে বিয়ে করতে চান। এর জেরে তাঁদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। এই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, 'এই মামলার আগামী শুনানি পর্যন্ত কেরল হাই কোর্টের নির্দেশ স্থগিত থাকবে।' এরপর তিনি ১৭ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। মামলাটির শুননি হবে বিচাপতি পিএস নরসিমহা এবং বিচারপতি জেবি পাদরিওয়ালার ডিভিশন বেঞ্চে। পাশাপাশি কোল্লামের পারিবারিক আদালতকে দুই দিনের মধ্যে সুপ্রিম কোর্টের ই-কমিটির সদস্য তথা সিনিয়র জুডিশিয়াল অফিসারের সাথে কাস্টডিতে থাকা আবেদনকারীর সঙ্গে সাক্ষাৎকারের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এদিকে সমকামী পার্টনারের সঙ্গে সাক্ষাৎ করে সুপ্রিম কোর্টের ই-কমিটির সদস্য নির্ধারণ করবেন যে আবেদনকারীর পার্টনরকে জোর করে তার মা-বাবার সঙ্গে আছেন নাকি স্বইচ্ছেতেই সেখানে আছেন। এরপর তা নিয়ে সুপ্রিম কোর্টে একটি রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম সদস্যকে।

উল্লেখ্য, সম্প্রতি ভারতে সমকামী বিবাহের আইনি স্বীকৃতি বিবেচনা করতে সম্মত হয়েছে সুপ্রিম কোর্ট। সরকারের কাছ থেকে এই ইস্যুতে জবাব চাওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের তরফে। তাছাড়া হাই কোর্টে সমকামী বিবাহ বিচারাধীন সমস্ত পিটিশন সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে এই সংক্রান্ত নোটিশের জবাব জমা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, এর আগে সমলিঙ্গে বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করেছে কেন্দ্র।

উল্লেখ্য, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর এই ঐতিহাসিক রায়দানের মাধ্যমে সমকামী সম্পর্ককে অপরাধমুক্ত বলে ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। ব্রিটিশ জমানার বহু পুরোনো আইনকে প্রত্যাহার করে পাঁচ সদস্যের বিচারপতিদের বেঞ্চ জানিয়েছিল, ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারার আওতায় দু'জনের পূর্ণ সম্মতিতে সমকাম সম্পর্ক অপরাধ নয়। সেই পাঁচ বিচারপতির বেঞ্চে ছিলেন দেশের বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও। তবে সমকামী সম্পর্ক বৈধ হলেও সমকামী বিয়ে এখনও আইনি বৈধতা পায়নি ভারতে।

 

বন্ধ করুন