বাংলা নিউজ > ঘরে বাইরে > SC on OROP arrears: 'ওয়ান ব়্যাঙ্ক ওয়ান পেনশন' বকেয়া ইস্যুতে প্রতিরক্ষা মন্ত্রককে অবমাননার হুঁশিয়ারি সুুপ্রিম কোর্টের

SC on OROP arrears: 'ওয়ান ব়্যাঙ্ক ওয়ান পেনশন' বকেয়া ইস্যুতে প্রতিরক্ষা মন্ত্রককে অবমাননার হুঁশিয়ারি সুুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট. (HT Archive) (HT_PRINT)

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ মন্ত্রকের সচিবের জারি করা চিঠির প্রেক্ষিতে তাঁকে জানিয়েছেন, যাতে তিনি ব্যক্তিগত হলফনামা জারি করে নিজের অবস্থান জানান। সুপ্রিম কোর্টে ওই বেঞ্চে ছিলেন বিচারপতি জেবি পারদিওয়ালা ও পিএস নরসিংহ। সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়,' সচিবকে বলুন যে ২০ জানুয়ারির যোগাযোগের (দুই পক্ষের বক্তব্যের প্রেক্ষিতে) জন্য আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছি।

ওয়ান ব়্যাঙ্ক ওয়ান পেনশনে বকেয়া ইস্যুতে এবার প্রতিরক্ষামন্ত্রককে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, এর আগে ২০ জানুয়ারির দুই পক্ষের কথপকথনের প্রেক্ষিতে সোমবার সুপ্রিম কোর্ট প্রতিরক্ষামন্ত্রককে সেনায় ওয়ান ব়্যাঙ্ক ওয়ান পেশনের যোগ্য প্রাপকদের বকেয়া কিস্তি নিয়ে কার্যত অবমাননার হুঁশিয়ারি দিয়েছে। 

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ মন্ত্রকের সচিবের জারি করা চিঠির প্রেক্ষিতে তাঁকে জানিয়েছেন, যাতে তিনি ব্যক্তিগত হলফনামা জারি করে নিজের অবস্থান জানান। সুপ্রিম কোর্টে ওই বেঞ্চে ছিলেন বিচারপতি জেবি পারদিওয়ালা ও পিএস নরসিংহ। সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়,' সচিবকে বলুন যে ২০ জানুয়ারির যোগাযোগের (দুই পক্ষের বক্তব্যের প্রেক্ষিতে) জন্য আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছি। হয় সেটি তুলে নিন, নয়তো আমরা নোটিস অবমাননার পদক্ষেপ নেব প্রতিরক্ষামন্ত্রকের বিরুদ্ধে। বিচার প্রক্রিয়ার পবিত্রতা বজায় রাখতে হবে'। এদিক, অতিরিক্ত সলিসিটর জেনারেল এন ভেঙ্কটারমন আদালতকে বলেছেন যাতে আদালত তার নির্দেশ অনুসারে মন্ত্রককে অনুশীলন চালানোর জন্য উচিত সময় দেয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, গোটা বিষয়টি হোলির ছুটি শেষ হলে ফের নজরে আনা হবে। এর আগে, ৯ জানুয়ারি দেশের শীর্ষ আদালত প্রতিরক্ষামন্ত্রককে ১৫ মার্চের মধ্যে সেনার যোগ্য প্রাপকদের ওয়ান ব়্যাঙ্ক ওয়ান পেনশনের মোট বকেয়া প্রদানের নির্দেশ দেয় । গত মাসেই এই ১৫ মার্চ পর্যন্ত এই পেনশনের বকেয়া টাকা দেওয়ার জন্য ১৫ মার্চ পর্যন্ত অতিরিক্ত সময়সীমা দেয়ে নেয় প্রতিরক্ষামন্ত্রক। এই নিয়ে সেনার যোগ্য প্রাপকদের ওয়ান ব়্যাঙ্ক ওয়ান পেনশনের মোট বকেয়া প্রদানের নিরিখে দ্বিতীয় বর্ধিত সময়সীমা চেয়ে নেয় কোর্ট। ( হাইপ্রোফাইল সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে জেলবন্দি অভিযুক্তের মৃত্যু! কীভাবে ঘটল?)

এর আগে এই প্রদেয় পেনশন দেওয়া সংক্রান্ত ইস্যুতে জুন মাসে আদালতের দ্বারস্থ হন প্রতিরক্ষা মন্ত্রক। গত বছর তারা, ৩ মাসের সময়সীমা চেয়ে নেয় যাতে ২০২২ সালে ১৬ মার্চে দেওয়া আদালকের রায়ের সাপেক্ষে সেনার যোগ্য প্রাপকদের ওয়ান ব়্যাঙ্ক ওয়ান পেনশনের মোট বকেয়া প্রদান করা যায়। এরপর ২০২২ সালে ‘এক্স সার্ভিসম্যান মুভমেন্ট’এর তরফে দায়ের করা একটি মামলার সাপেক্ষে আদালত এই রায় দেয়। তাঁদের তরফে আদালতের আইনজীবী ছিলেন বালাজি শ্রীনিবাসন। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

বন্ধ করুন