বাংলা নিউজ > ঘরে বাইরে > Earthquake in Taiwan: ৭.২ মাত্রার ভূমিকম্পে বিপর্যস্ত তাইওয়ান, সুনামির সতর্কতা জারি জাপান-ফিলিপিন্সেও

Earthquake in Taiwan: ৭.২ মাত্রার ভূমিকম্পে বিপর্যস্ত তাইওয়ান, সুনামির সতর্কতা জারি জাপান-ফিলিপিন্সেও

ভূমিকম্পের জেরে হুয়ালিয়েনের একটি বাড়ি হেলে গিয়েছে। (ছবি সৌজন্যে এপি)

তাইওয়ানে জোরালো ভূমিকম্প হল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২। সেই পরিস্থিতিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে তাইওয়ান, জাপান, ফিলিপিন্সে। কম্পন অনুভূত হয়েছে চিনেও। তাইওয়ানের হুয়ালিয়েনের একাধিক বাড়ি হেলে পড়েছে। 

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। প্রাথমিকভাবে যা খবর, তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে। ইতিমধ্যে একাধিক বাড়ি ভেঙে পড়েছে। প্রাণহানিরও আশঙ্কা আছে। আপাতত অবশ্য হতাহতের কোনও খবর মেলেনি। সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, তাইওয়ানের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২। তবে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তরফে জানানো হয়েছে, রিখটার ওই কম্পনের মাত্রা ৭.৫ ছুঁয়ে ফেলেছে। সেই পরিস্থিতিতে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ তাইওয়ানে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে সুনামির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ জাপানের ওকিনাওয়া দ্বীপ এবং ফিলিপিন্সেও।

ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৭ টা ৫৮ মিনিটে (স্থানীয় সময় অনুযায়ী) তাইওয়ানের বিস্তীর্ণ অংশ কেঁপে ওঠে। রাজধানী তাইপেইয়ে কম্পন অনুভূত হয়েছে। কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে একাধিক বাড়ি ভেঙে পড়ার খবর মিলেছে। স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গিয়েছে যে পূর্ব তাইওয়ানের অন্যতম পর্যটনকেন্দ্র হুয়ালিয়েনের একাধিক বাড়ির ভিত্তিপ্রস্তর নড়ে গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে যে সেরকম বাড়িতে কয়েকজন আটকে থাকতে পারেন।

আরও পড়ুন: Rain and Heatwave forecast in WB: বুধে খুব গরম, কয়েকদিন পরেই বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ! কোন কোন জেলায়? তাপপ্রবাহ কবে?

সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গিয়েছে। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে যে একটি ঝাঁ-চকচকে আবাসন সামনের দিকে পুরোপুরি হেলে গিয়েছে। আশপাশ থেকে ধুলো উড়ছে। বাড়ি ভেঙে পড়লে যেমন ধুলো ওড়ে, একচোখে দেখে সেটাই মনে হচ্ছে। ইতিমধ্যে এলাকায় দমকলের গাড়ি দেখা গিয়েছে। অপর একটি ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে যে রাস্তায় কয়েকজন দাঁড়িয়ে আছেন। আর দূরে পুরো ধুলো হয়ে গিয়েছে। বিশাল বড় আবাসন বা বাড়ি পুরোপুরি গুঁড়িয়ে গেলে সেরকম ধুলো তৈরি হয়।

সুনামির সতর্কতা জারি 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, হুয়ালিয়েন উপকূল বরাবর সমুদ্রের জলে ভূমিকম্পের উৎসস্থল ছিল। চিনের সাংহাই থেকেও কম্পন অনুভূত হওয়ার খবর মিলেছে। তাইওয়ান, দক্ষিণ জাপান, ফিলিপিন্সের মতো জায়গায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, হুয়ালিয়েনের ১৮ কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠের ৩৪.৮ কিমি গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

আরও পড়ুন: Man frantically searching for wife: দোকানে গাড়ির ধাক্কা, উদ্ভ্রান্তের মতো স্ত্রী'কে খোঁজ, দেখতে পেয়ে ধরলেন জড়িয়ে

জাপানের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে ১০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। জাপানের সরকারি সংবাদমাধ্যে একটি ব্যানারে বলা হয়েছে যে 'খালি করুন।' এক সঞ্চালককে বলতে শোনা গিয়েছে, 'সুনামি আসছে। দ্রুত এলাকা খালি করে দিন। দাঁড়াবেন না। পিছিয়ে যাবেন না।' অন্যদিকে, ফিলিপিন্সের একাধিক উপকূলবর্তী এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Infosys work from office rules: অফিসে যেতেই হবে, স্পেশাল ‘উইক’ চালু করছে Infosys! কতদিন ‘ওয়ার্ক ফ্রম অফিস’ চলবে?

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি ফের ট্রেন দুর্ঘটনা, তামিলনাড়ুতে মালগাড়ির সঙ্গে বাগমতী এক্সপ্রেসের সংঘর্ষ ‘আমি ব্যাটার, ব্যাট করে বাড়ি চলে যাব’, গলি ক্রিকেটের স্মৃতি ফেরালেন পন্ত… অভিতাভ যখন খলনায়ক, যে ৫ ছবিতে ভিলেন হয়েছেন বিগ বি রণবীরের থেকে আলাদা, মুখার্জিদের দুর্গাপুজোয় মায়ের আর্শীবাদ নিতে আলিয়ার সঙ্গী কে? মহিলা T20 বিশ্বকাপে পাকিস্তানকে ধুয়ে দিল অস্ট্রেলিয়া! চিন্তা বাড়ল ভারতের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.