বাংলা নিউজ > ঘরে বাইরে > ষড়যন্ত্রের নেপথ্যে কে? 'ভবঘুরে' ইকবালকে দিয়ে মণ্ডপে কোরান রাখিয়েছে অন্য কেউ?

ষড়যন্ত্রের নেপথ্যে কে? 'ভবঘুরে' ইকবালকে দিয়ে মণ্ডপে কোরান রাখিয়েছে অন্য কেউ?

অভিযুক্ত ইকবাল হোসেন, ইনসাটে। গদা হাতে পালাচ্ছে ইকবাল। সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া স্থিরচিত্র

জানা গিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ আটক করা হয় ইকবালকে।

গতকালই কক্সবাজার থেকে আটক করা হয়েছিল ইকবাল হোসেন নামক এক যুবককে। মনে করা হচ্ছে এই সেই ইকবাল যে কুমিল্লার পুজো মণ্ডপে গিয়ে কোরান রেখে এসেছিল। সেই ঘটনায় অভিযুক্তকেই কক্সবাজার থেকে আটক করা হয়েছে কি না তা নিশ্চিত করতে কুমিল্লায় নিয়ে যাওয়া হচ্ছে ধৃতকে। এরই মাঝে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, 'এখনও পর্যন্ত আমরা নিশ্চিত যে আটক ব্যক্তি সেই অভিযুক্ত ইকবালই।'

এদিকে বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর খবর অনুযায়ী, কুমিল্লার স্থানীয় হিন্দু নেতাদের একাংশের মত, ইকবালকে দিয়ে মণ্ডপে কোরান রাখানোর কাজ করিয়েছে অন্য কেউ। এই বিষয়ে প্রথম আলোকে নাকি স্থানীয় এক হিন্দু নেতা জানান, স্থানীয়দের অনেকেই নাকি এটা চাইছিল না যে নানুয়া দীঘির পাড়ে পুজো মণ্ডপটি স্থাপিত হোক। তাই স্থায়ী ভাবে এই মণ্ডপটি বন্ধ করার উদ্দেশে এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তাছাড়া আর কয়েক মাস পরেই কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। এই আবহে সাম্প্রদায়িকতার আছিলায় রাজনৈতিক ফায়দা তুলতেও এই ঘটনা হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতির বৃহত্তর ষড়যন্ত্রও এই ঘটনার নেপথ্যে থাকতে পারে।

জানা গিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ আটক করা হয় ইকবালকে। এই যুবকই অভিযুক্ত ইকবাল হোসেন কি না তা জানতে কুমিল্লা নিয়ে যাওয়া হচ্ছে তাকে। পুলিশ জানায়, নোয়াখালি থেকে আসা একদল পর্যটক সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি দেখে সৈকতে ইকবালকে সনাক্ত করে পুলিশকে খবর দেন। তারপরই সেখানে গিয়ে সেই ব্যক্তিকে আটক করে পুলিশ।

এর আগে কুমিল্লার পুজো মণ্ডপের বাইরে লাগানো এক সিসিটিভির ফুটেজে দেখা যায়, দুর্গাপুজোর অষ্টমীতে সেই মণ্ডপের সামনে রাখা হনুমানমূর্তির পায়ে কোরান রেখে হনুমানের গদাটি নিয়ে চলে যায় ইকবাল। অভিযুক্ত যুবক একজন ভবঘুরে বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন মসজিদে, মাজারে দেখা যায় তাকে।

পরবর্তী খবর

Latest News

অস্ট্রেলিয়ান ক্রিকেট থেকে দু’দশকের জন্য নির্বাসিত শ্রীলঙ্কার প্রাক্তন তারকা প্রেসক্রিপশনে প্রতিবাদ তৃণমূল বিধায়কের, আরজি কর কাণ্ডে সুবিচার চান মুকুটমণি টেস্ট ক্রিকেটে রেকর্ড কামিন্দু মেন্ডিসের, ভাঙলেন গাভাসকরের রেকর্ড দুর্গাপুজোর আগে মন ভালো করে দিন প্রিয়জনের,পাঠান শারদীয়ার শুভেচ্ছাবার্তা পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের ১৮৩ ভারতীয়র করা সেরা ইনিংস, সার্টিফিকেট গম্ভীরের Australia Women বনাম New Zealand Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? সব সম্পর্ক কাট আপ করে দেব, জলে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলেন মমতা পেঁয়াজে কমল রফতানি শুল্ক, লাভবান হবে চাষীরা, দাম কমবে? টানা ২ বছর ধরে মহিলাকে ধর্ষণের অভিযোগ, কর্ণাটকে বিজেপি বিধায়কের বিরুদ্ধে FIR ঘুমোনোর সময় ভেঙে পড়ল ছাদ, হাওড়ায় মৃত্যু ৪ শ্রমিকের! শব্দ শুনে বাঁচলেন ৫ জন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.