বাংলায় তৈরি হবে বন্দে ভারত? বন্দে ভারত ট্রেন তৈরির টেন্ডারের জেরে কপাল খুলে যাচ্ছে টিটাগড় ওয়াগন লিমিটেডের, ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেডের। সব মিলিয়ে ২৫০০০ কোটি টাকা ৮০টি ট্রেন তৈরি ও আগামী ৩৫ বছর তার দেখভালের ব্যাপারে বরাত পেতে চলেছে। একজন পদস্থ আধিকারিক বৃহস্পতিবার একথা জানিয়েছেন। রাশিয়ার CJSC Transmashholding আর রেল বিকাশ নিগম লিমিটেড লোয়েস্ট বিডার হিসাবে গণ্য করা হয়েছে। সেকেন্ড লোয়েস্ট বিডার হল সরকার পরিচালিত ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেড ও টিটাগড় ওয়াগনস।
সূত্রের খবর, TWL-BHEL এই কনসোর্টিয়ামকে একটা সুযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এদিকে TMH-RVNL কনসোর্টিয়াম হল লোয়েস্ট বিডার। তারা ১২০টি ট্রেন সেট তৈরি করবে। TWL-BHEL ৮০টি ট্রেন সেট তৈরি করতে পারবে। প্রতি ট্রেনে ১৬টি করে কোচ থাকবে।
টিটাগড় ওয়াগন লিমিটেডের ভাইস চেয়ারম্যান তথা এমডি উমেশ চৌধুরী পিটিআইকে জানিয়েছেন, এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ চুক্তি। একেবারে খেলা ঘুরিয়ে দেবে।আমরা ৮০টি ট্রেন সেট তৈরি করতে পারব। এজন্য় ২৫০০০ কোটি টাকা খরচ হবে। এর সঙ্গে ৩৫ বছরের দেখভালের ব্যাপারটিও থাকছে। এই বরাতের মাধ্য়মে টিটাগড় ওয়াগনের সম্পর্কে মানুষের যে ধারনা সেটা বদলে যাবে। আমরাও এবার আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতায় নামার মতো শক্তি অর্জন করতে পারব।
এদিকে TMH-RVNL একটি ট্রেন তৈরি করতে ১২০ কোটি টাকা খরচ বলে জানিয়েছিল। TWL-BHEL জানিয়েছেন তাদের একটি ট্রেন তৈরি করতে ১৩৯.৮ কোটি টাকা খরচ হবে। তবে এই এল২ বিডারকে এল ১ বিডারের সমকক্ষ হতে হবে।
তবে টিটাগড় ওয়াগন লিমিটেডের ভাইস চেয়ারম্যান তথা এমডি উমেশ চৌধুরী সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এখনও পর্যন্ত কাউন্টার অফার এখনও পাইনি। তবে ভেতর ভেতর আমরা কাজ করে যাচ্ছি।
তাৎপর্যপূর্ণ এই টেন্ডারে ফ্রান্সের রেল সংক্রান্ত কোম্পানি, সুইস রেল রোলিং স্টক ম্যানুফ্য়াকচারার, হায়দরবাদের কোম্পানি মিডিয়া সার্ভো ড্রাইভস, সিমেনস, BEML অংশ নিয়েছিলেন।
এদিকে চুক্তি মোতাবেক ট্রেনের বিভিন্ন যন্ত্রাংশকে একযোগে চেন্নাইতে ও লাতুরে জোড়া লাগাতে হবে।
TWL এর ডিরেক্টর(মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট) প্রীতীশ চৌধুরী জানিয়েছেন, ভেল হচ্ছে প্রধান অংশীদার। কিন্তু কাজের সুযোগ প্রায় সমান।এই TWL বেঙ্গালুরু মেট্রো তৈরির ক্ষেত্রে অন্যতম চুক্তিবদ্ধ ও বর্তমানে তারা পুনে মেট্রোতে ১০২ কোচ তৈরির চুক্তি পেয়েছে। তবে বর্তমানে বাংলার টিটাগড় রেল কারখানার সামনে বড় সুযোগ।