বাংলা নিউজ > ঘরে বাইরে > TMC Leader allegedly arrested: ‘সেতু ভাঙা নিয়ে টুইট’, মমতার দলের নেতাকে গ্রেফতার গুজরাট পুলিশের, দাবি ডেরেকের

TMC Leader allegedly arrested: ‘সেতু ভাঙা নিয়ে টুইট’, মমতার দলের নেতাকে গ্রেফতার গুজরাট পুলিশের, দাবি ডেরেকের

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাকেত গোখলে। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Saket Gokhale)

TMC Leader allegedly arrested: তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ। সোমবার নয়াদিল্লি থেকে জয়পুরের বিমান ধরেছিল সাকেত।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখেলকে গ্রেফতার করল গুজরাট পুলিশ। এমনই দাবি করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান। তাঁর দাবি, গুজরাটের মৌরবিতে ঝুলন্ত সেতু ভেঙে পড়া নিয়ে একটি টুইটের জেরে সাকেতকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সকালে টুইটারে ডেরেক বলেন, 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ। সোমবার নয়াদিল্লি থেকে জয়পুরের বিমান ধরেছিল সাকেত। ও যখন নামে, তখন রাজস্থানের বিমানবন্দরে অপেক্ষা করছিল গুজরাট পুলিশ এবং তাকে তুলে নেওয়া হয়। মঙ্গলবার (ইংরেজি মতে) রাত দুটোয় ও মা'কে ফোন করে।'

তৃণমূলের রাজ্যসভার সাংসদ আরও বলেন, 'মা'কে বলেছে যে ওকে (সাকেতকে) আমদাবাদে নিয়ে যাওয়া হচ্ছে। আজ দুপুরের মধ্যে আমদাবাদে পৌঁছেব যাবে। ওকে একবারই দু'মিনিটের জন্য ফোন করতে দিয়েছিল পুলিশ। তারপরই ওর ফোন ও যাবতীয় সামগ্রী বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। মৌরবির সেতু ভেঙে পড়া নিয়ে সাকেতের টুইট নিয়ে আমদাবাদ পুলিশ সেই মামলা দায়ের করেছে।'

আরও পড়ুন: Morbi Bridge Tragedy: মৌরবি সেতু মেরামতির চুক্তিতে বিরাট গলদ, রিপোর্ট চাইল আদালত

গুজরাটের মৌরবিতে সেতু বিপর্যয়

গত অক্টোবরে মৌরবিতে মচ্ছু নদীর উপর ঝুলন্ত সেতু ভেঙে পড়ে। সেই ঘটনায় কমপক্ষে ১৩৫ জনের মৃত্যু হয়। যে ঘটনা নিয়ে গুজরাটের বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছিল। বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিল তৃণমূলও। টুইটারেও বিজেপিকে নিশানা করা হয়েছিল। তবে সাকেতের কোন টুইটের কথা বলতে চেয়েছেন, তা অবশ্য স্পষ্ট করে বলেননি ডেরেক।

আরও পড়ুন: Supreme Court on Morbi Tragedy: 'তদন্তে নজরদারি চালানো হোক', মৌরবি নিয়ে গুজরাট হাই কোর্টকে বলল সর্বোচ্চ আদালত

বিষয়টি নিয়ে ওয়াইনাডের কংগ্রেস সাংসদ তথা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বলেন, ‘মৌরবি বিপর্যয় নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আসল প্রশ্নটা উঠছে, যাঁরা এই বিপর্যয়ের পিছনে দায়ী, তাঁদের বিরুদ্ধে কোনও এফআইআর হল না? মামলায় তাঁদের কোনও নামও নেই। তাঁদের (কোম্পানির মালিক) সঙ্গে বিজেপি নেতাদের ভালো সম্পর্ক। আর তার জেরে আসল দোষীদের আড়াল করা হচ্ছে। নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হল। কিন্তু যাঁরা এই ঘটনার পিছনে দায়ী, তাঁদের গ্রেফতার করা হল না।’

 

 

 

 

 

বন্ধ করুন