শিশির গুপ্তা
ন্যাশানাল ইনভেসটিগেশন এজেন্সি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও ১৩টি রাজ্যের পুলিশ একযোগে অভিযান চালাল বৃহস্পতিবার ভোরে। মূলত পিএফআই-এসডিপিআই নেতৃত্বের বাড়িতে, কার্যালয়ে এই অভিযান চালানো হয়। ঘড়ির কাঁটায় ভোর সাড়ে তিনটে।এনআইএ ডিরেক্টর জেনারেল , ইডির ডিরেক্টর ও সংশ্লিষ্ট রাজ্যের পুলিশের শীর্ষ কর্তারা একটি নির্দেশ জারি করেন।
আর সেই নির্দেশ মোতাবেক ভোরবেলা সন্দেহজনক পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নেতৃত্বের বাড়িতে কড়া নাড়ল কেন্দ্রীয় এজেন্সি। পাঁচটি এফআইআরের ভিত্তিতে ৪৫জন অভিযুক্তকে পাকড়াও করেছে এনআইএ। সবগুলিই ইউএপিএ অ্যাক্টে করা হয়েছে।
এনআইএ সূত্রে খবর, ১৫টি রাজ্যের ৯৩টি পয়েন্টে তল্লাশি চলেছে। কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, অসম, দিল্লি, মধ্যপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র, বাংলা, বিহার, মণিপুরে সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চলেছে। মোট ৪৫জনের গ্রেফতারি নিশ্চিত করেছে এনআইএ। তার মধ্যে বাংলার ১জন রয়েছে।
এনআইএ জানিয়েছে, পিএফআই ও তার নেতৃত্বের বিরুদ্ধে প্রচুর ফৌজদারি মামলা হয়েছিল। তার ভিত্তিতেই এই অভিযান।
হিংসাত্মক ঘটনার মধ্যে অন্য়তম অধ্যাপকের হাত কেটে নেওয়া, একাধিক ঠান্ডা মাথায় খুন, বিস্ফোরণ, সরকারি সম্পত্তি নষ্ট করা সহ বিভিন্ন অভিযোগ ছিল। অভিযানে প্রচুর নথি, নগদ টাকা, ধারালো অস্ত্র, ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে।