বাংলা নিউজ > ঘরে বাইরে > আর্থিক ভারে জর্জরিত রেল, বাড়তে পারে ট্রেন ভাড়া

আর্থিক ভারে জর্জরিত রেল, বাড়তে পারে ট্রেন ভাড়া

ভাড়া বাড়ানোর বিষয়েও চিন্তাভাবনা চলছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)

আর্থিক বোঝা কমাতে পেনশন খাতের দায়িত্ব নেওয়ার জন্য অর্থ মন্ত্রককে আর্জি জানানোর বিষয়েও আলোচনা চলছে। জানিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদকুমার যাদব।

লাঘব তো হচ্ছেই না, উলটে দিনদিন বাড়ছে আর্থিক বোঝার ভার। তাই ভাড়া বৃদ্ধির বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানালেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদকুমার যাদব। পাশাপাশি, পেনশন খাতে রেলের খরচ ছুঁয়েছে প্রায় ৫০ হাজার কোটি টাকা। আর্থিক বোঝা কমাতে পেনশন খাতের দায়িত্ব নেওয়ার জন্য অর্থ মন্ত্রককে আর্জি জানানোর বিষয়েও আলোচনা চলছে।

রেলে প্রায় ১৩ লাখ কর্মী কাজ করেন। সঙ্গে ১৪ লাখ পেনশনভোগী রয়েছেন। ফলে পেনশন খাতে আয়ের একটা বড় অংশ বেরিয়ে যাচ্ছে রেলের। ক্রমশ আর্থিক ভারে জর্জরিত হয়ে পড়ছে মন্ত্রক। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বলেন, 'আমরাই একমাত্র মন্ত্রক যারা নিজের আয় দিয়ে খরচ মেটাই। প্রতিরক্ষা মন্ত্রক-সহ অন্য সব মন্ত্রকের খরচ বহন করে কেন্দ্র। বর্তমানে আমাদের কর্মীসংখ্যা পেনশনভোগীর থেকেও বেশি। যা আমাদের কাছে বড়সড় বোঝা। আমাদের বার্ষিক আয় প্রায় ২ লাখ কোটি টাকা। পেনশন দিতেই আয়ের ২৫ শতাংশ বেরিয়ে যাচ্ছে।'

তবে এবারই প্রথম নয়, প্রাক্তন রেলমন্ত্রী সুরেশ প্রভুর আমলেও অর্থ মন্ত্রককে পেনশন খাতের খরচ বহনের আর্জি জানানো হয়েছিল। কিন্তু রেল নিজেই মুনাফা অর্জন করে - এই যুক্তিতে সেই আর্জি খারিজ করে দেয় নর্থ ব্লক।

আর্থিক ফাঁস লাঘব করতে যাত্রীভাড়া ও পণ্য মাশুল বাড়ানোরও চিন্তাভাবনা চলছে বলে জানান বিনোদকুমার। তিনি বলেন, 'ভাড়া পুনর্বিবেচনা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। দুটি ভাড়াই (যাত্রীভাড়া ও পণ্য মাশুল) উপযুক্ত করতে হবে। পণ্য মাশুল কিছুটা বেশি। আমাদের লজিস্টিক খরচ কমাতে হবে ও সড়ক ক্ষেত্র থেকে (ব্যবসা) টানতে হবে।'

রেল মন্ত্রকের হিসেব অনুযায়ী, রাস্তা দিয়ে যে পরিমাণ পণ্য নিয়ে যাওয়া হয়, তার মাত্র ৩৫ শতাংশের ক্ষেত্রে রেলপথ ব্যবহার করা হয়। তার জেরে পণ্য পরিবহনেও ক্ষতির মুখে পড়ছে রেল। অন্যদিকে, প্রতিদিন ২২ হাজার ট্রেন চালায় রেল। এরমধ্যে ১২ হাজার যাত্রীবাহী ট্রেন। নিয়মিত প্রায় ২৩ লাখ মানুষ ট্রেনে যাতাযাত করেন। তা সত্ত্বেও যাত্রী পরিবহনেও লাভের মুখ দেখছে না রেল। গত ৩ ডিসেম্বর ক্যাগের রিপোর্টে রেলের আয়ের সেই বেহাল ছবিটা আরও স্পষ্ট হয়। রিপোর্ট অনুযায়ী, গত এক দশকে রেলের অপারেটিং রেশিয়ো (১০০ টাকা আয করতে কত টাকা খরচ হয়) সবচেয়ে খারাপ ২০১৮ সালে।

রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বলেন, 'আমাদের আর্থিক সমস্যা রয়েছে। যদি আমাদের পেনশন খাতের খরচ অর্থ মন্ত্রক বহন করে তাহলে আমাদের পরিষেবা উন্নত হবে। এই অবস্থা থেকে কিছুটা বেরোনোর জন্য কয়েকটি সংস্কারও করা হয়েছে। এখন মূল বিষয় হল যে, আমাদের ৬৮ হাজার কিলোমিটার ব্রডগেজ লাইনের মধ্যে ৩৪ হাজার কিলোমিটার লাইনে চাপ পড়ছে ৯৬ শতাংশ।'

রেলের এই চিন্তাভাবনায় কোনও অযৌক্তকতা দেখছেন না রেলওয়ে বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এস এস খুরানা। তিনি বলেন, 'পেনশন খাতের খরচ বহনের জন্য অর্থ মন্ত্রককে আর্জি জানানোর বিষয়টি যুক্তিযুক্ত। কারণ অন্যান্য মন্ত্রকের মতোই যদি আপনি রেলকে ভাবেন তাহলে ভালো হয়। সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেট মিলিয়ে দেওয়ায় রেলের আয়ের একটা বড় অংশ সরকারের ঘরে ঢুকছে। তাই তারা পেনশন খাতের খরচও বহব করতে পারবে। এর ফলে রেলের অপারেটিং রেশিয়োও ভালো হবে।'

ঘরে বাইরে খবর

Latest News

‘‌প্রচুর বুথে পুনর্নির্বাচন হওয়া দরকার’‌, ভোট মিটতেই সুর চড়ালেন বিজেপি প্রার্থী রবিতে বাংলার ৩ জেলায় ঝড়-বৃষ্টি! বৃহস্পতি পর্যন্ত কবে ও কোথায় বর্ষণ? রইল তালিকা সন্দেশখালিতে TMC নেতার বাড়িতে মিলল বিপুল বিস্ফোরক, নিষ্ক্রিয় করতে পৌঁছল NSG কুয়ো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল কালো সোনা, বাংলায় নতুন জায়গায় সন্ধান মিলল কয়লার মুর্শিদাবাদে রামনবমীতে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, আদালতে রিপোর্ট দিয়ে দাবি রাজ্যের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? কদিন আগে ছেলের ‘প্রেম’ নিয়ে ওঠে প্রশ্ন! ‘আমি বাড়ি না থাকলে ও খুশি’, ফাঁস রচনার বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু চাঁদা তুলে খেলতে আসা ৩ লাখ মানুষের দেশ T20I-তে হারিয়ে দিল টেস্ট খেলিয়ে দেশকে রাজনৈতিক অভিসন্ধিতেই কি কলকাতায় আসে রাজারাম?‌ উত্তরে অনীহা ধৃত জঙ্গির

Latest IPL News

নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.