নিজের নামে ট্রেনের টিকিট কেটেছেন। কনফার্মও হয়ে গিয়েছে। কিন্তু কোনও কাজ পড়ে যাওয়ায় বাতিল করতে হয়েছে টিকিট। সেই টিকিটে অন্য কেউ যেতে চান। কিন্তু টিকিটে আপনার নামে যে টিকিট কাটা হয়েছে, তাতে কি অন্য কেউ যাত্রা করতে পারেন?
অনেকেই সেই বিষয়টি নিয়ে ধন্দে থাকেন। সেই বিভ্রান্তি কেটে যাবে ভারতীয় রেলের নিয়মে। ভারতীয় রেলের ওয়েবসাইট অনুযায়ী, কয়েকটি শর্তের ভিত্তিতে সেই সুযোগ পান যাত্রীরা। সেজন্য গুরুত্বপূর্ণ স্টেশনগুলির মুখ্য রিজার্ভেশন সুপারভাইজারের হাতে বিশেষ ক্ষমতা দেওযা হয়েছে। কোন কোন শর্তে সেই কাজটা করা যায়, তা দেখে নিন -
১) যে সরকারি কর্মচারীরা কর্মসূত্রে কোথাও যাচ্ছেন, তাঁরা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনে সেই সুবিধা পাবেন। ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময়ের ২৪ ঘণ্টা আগে লিখিতভাবে সেই আবেদন জানাতে হবে।
আরও পড়ুন: Train Ticket Rules: টিকিট রাখা ফোনে, দূরপাল্লার ট্রেনে ওঠার পর বন্ধ হল সেই ফোনই, জরিমানা দিতে হবে?
২) ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময়ের ২৪ ঘণ্টা আগে কোনও ব্যক্তি লিখিতভাবে তাঁর টিকিটের নাম পরিবর্তনের আবেদন জানাতে পারবেন। তিনি পরিবারের অন্য কোনও সদস্যের (বাবা, মা, ভাই, বোন, ছেলে, মেয়ে, স্বামী এবং স্ত্রী) নামে টিকিট ট্রান্সফার করতে পারবেন।
৩) কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বা ছাত্রীরা সেই সুবিধা পাবেন। ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টা আগে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বা ছাত্রী (যে যাত্রী) বা সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যদি লিখিতভাবে আর্জি জানান, তাহলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অপর পড়ুয়ার নামে টিকিট ট্রান্সফার করা যাবে।
৪) বরযাত্রী বা কনেযাত্রীরাও সেই সুবিধা পাবেন। বরযাত্রী বা কনেযাত্রীদের মধ্যে কোনও ব্যক্তি যদি নিজের নামে থাকা টিকিট অন্য কারও নামে করতে চান, তাহলে ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টা আগে লিখিতভাবে আবেদন করতে পারবেন। ওই বরযাত্রী বা কনেযাত্রীর প্রধানও সেই আবেদন করতে পারবেন বলে রেলের তরফে জানানো হয়েছে।
৫) ন্যাশনাল ক্যাডের কোরের কোনও ক্যাডেট টিকিটের নাম পরিবর্তনের আর্জি জানাতে পারবেন। সংশ্লিষ্ট ক্যাডেটের প্রধানও সেই আবেদন করতে পারবেন বলে রেলের তরফে জানানো হয়েছে। ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে আবেদন করতে হবে। সেক্ষেত্রে অপর কোনও ক্যাডেটের নামে টিকিট করা যাবে।