প্রবল গরমের কারণে এক সপ্তাহের জন্য পশ্চিমবঙ্গে স্কুল ছুটির ঘোষণা করতেই আক্রমণ শানায় বিজেপি। চুরি করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই সিদ্ধান্ত নিয়েছিল বলে দাবি করা হয়। সেই আক্রমণের পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই একই পথে হাঁটল বিজেপি-শাসিত রাজ্য ত্রিপুরা। সেখানেও তাপপ্রবাহের কারণে আগামিকাল (১৮ এপ্রিল) থেকে আগামী রবিবার (২৩ এপ্রিল) পর্যন্ত সমস্ত সরকারি এবং সরকার-পোষিত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে টুইটারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ‘রাজ্যজুড়ে যে তাপপ্রবাহ চলছে, তার জেরে পড়ুয়াদের স্বাস্থ্যের উপর বাজে প্রভাব পড়তে পারে। সেই পরিস্থিতিতে ১৮ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত রাজ্যের সব সরকারি স্কুল এবং সরকার-পোষিত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’ সেইসঙ্গে তিনি বলেন, '(সরকারি স্কুল এবং সরকার-পোষিত স্কুলের পাশাপাশি) ওই সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখতে আর্জি জানানো হয়েছে।'
আপাতত প্রবল গরমে জ্বলছে ত্রিপুরা। আগরতলা আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ত্রিপুরার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। অর্থাৎ তাপপ্রবাহ চলছে। আবহবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত ত্রিপুরায় বৃষ্টির পূর্বাভাস নেই। সেই পরিস্থিতিতে সমস্ত সরকারি স্কুল এবং সরকার-পোষিত স্কুলে ছুটির ঘোষণা করেছে ত্রিপুরার সরকার।
আরও পড়ুন: School vacation: ছুটি কেন? বিকল্প নেই! এক সুরে মমতার সিদ্ধান্তের সমালোচনা বাম-বিজেপি-কংগ্রেসের
উল্লেখ্য, সোমবার ত্রিপুরা যে ঘোষণা করেছে, তা রবিবারই করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার। প্রবল দাবদাহের কারণে স্কুলে গরমের ছুটি তিন সপ্তাহ এগিয়ে আনার মধ্যে রবিবার মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেন যে সোমবার থেকে শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বেসরকারি স্কুলগুলিকেও একই পথে হাঁটার আর্জি জানানো হয়। যে রাজ্যের অধিকাংশ জেলায় শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
যদিও পশ্চিমবঙ্গ সরকারের সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। পশ্চিমবঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘মিড ডে মিল চুরি করার জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে। সকালের দিকে স্কুল চালু করলে পড়ুয়াদের পঠনপাঠন বন্ধ হত না। সরকারের উদ্দেশ্য হওয়া উচিত বিকল্প পথে স্কুল চালু রাখা। শিক্ষার চেয়ে চুরি এই সরকারের কাছে বেশি প্রাধান্য পায়।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)