বাংলা নিউজ > ঘরে বাইরে > Laughing Gas: লাফিং গ্যাস খেয়ে মৃত্যু তরুণীর, উপহার দিয়েছিল প্রেমিক!

Laughing Gas: লাফিং গ্যাস খেয়ে মৃত্যু তরুণীর, উপহার দিয়েছিল প্রেমিক!

অ্যালেন মার্শার। ছবি দ্য সান

তদন্তে জানা যায় যে ওই তরুণী নাইট্রাস অক্সাইড গ্যাস খেয়ে ফেলেছিলেন। তার জেরেই মৃত্যু হয় তার। এটা সাধারণত লাফিং গ্যাস বলে পরিচিত। সেই গ্য়াস তার শরীরের ভেতর চলে গিয়েছিল। তার জেরে মৃত্যু হয় ওই তরুণীর।

ইন্ডিপেন্ডেন্টেের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, অতিরিক্ত লাফিং গ্যাস নেওয়ার জেরে  এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। ওই গ্য়াস তাকে দিয়েছিল তারই বয়ফ্রেন্ড। তার শরীরের সুরতহালের পরে মোটামুটি যেটা জানা যাচ্ছে যে তিনি দুটি থেকে তিনটি লাফিং গ্য়াসের বড় বোতলের সবটা নিয়েছিলেন। এরপরই তার মৃত্যু হয়। 

ইউকের বার্কসায়ার করোনার্সের কোর্টে বলা হয়েছে, ২৪ বছর বয়সি ওই তরুণী ৯ ফেব্রুয়ারি এমার্জেন্সি লাইনে ফোন করেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন,  তিনি ভালো করে চলাফেরা করতে পারছেন না। মনে হচ্ছে যেন তিনি উলটে পড়়ে যাবেন। ওয়েক্সহ্যাম পার্ক হাসপাতালের জরুরী বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ১০ ফেব্রুয়ারি মৃত্যু হয় তার। 

এদিকে তদন্তে জানা যায় যে ওই তরুণী নাইট্রাস অক্সাইড গ্যাস খেয়ে ফেলেছিলেন। তার জেরেই মৃত্যু হয় তার। এটা সাধারণত লাফিং গ্যাস বলে পরিচিত। সেই গ্য়াস তার শরীরের ভেতর চলে গিয়েছিল। তার জেরে মৃত্যু হয় ওই তরুণীর। 

ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর একাধিক কারণের মধ্য়ে অন্যতম হল নাইট্রাস অক্সাইডের দীর্ঘকালীন ব্যবহার করা হয়েছিল, যার জেরে মৃত্যু হয় ওই তরুণীর। 

এদিকে এমার্জেন্সি ফোন পাওয়ার পরে যে ব্যক্তি ওই তরুণীর কাছে গিয়েছিলেন অ্যাম্বুল্যান্স নিয়ে, তিনি জানিয়েছিলেন, ওই তরুণীর বয়ফ্রেন্ড তাঁকে বেডরুমে নিয়ে গিয়েছিলেন। প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে ওই মহিলা জানিয়েছেন, আমি দেখলাম বিছানায় কোনও বেডশিট ছিল না। তবে তিনি জানিয়েছেন ওই তরুণী ভালোভাবেই কথা বলছিলেন। কিন্তু তার হৃদস্পন্দন ক্রমেই বাড়ছিল। মার্শার জানিয়েছিলেন, একটি গ্যাস ক্যানিস্টার তার পায়ে লেগেছিল। তার জেরে তার পা কেটে যায়। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, মনে হচ্ছিল ওই তরুণী ৬ মাসের গর্ভবতী। 

ওই গ্যাস ভর্তি ক্যানিস্টারগুলি তার বয়ফ্রেন্ড দিয়েছিল। বয়ফ্রেন্ড জানিয়েছেন, তার প্রেমিকা দিনে দুটি তিনটি করে ক্য়ানিস্টার ভর্তি গ্যাস নিত। তবে বর্তমানে সেটা কিছুটা কমিয়ে দিয়েছিল।

তবে ২০২৩ সালের নভেম্বর মাসে এই গ্য়াসকে নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার। কারণ এই গ্য়াসকে ক্লাস সি মাদক বলে উল্লেখ করা হয়। 

 

পরবর্তী খবর

Latest News

বিশ্ববাংলা সরণির দুর্ঘটনা নিয়ে চিন্তায় পুলিশ, অফিস টাইমে বেপরোয়া ভিআইপিও নিয়ন্ত্রণ হারিয়ে প্যান্ডেলে ঢুকে গেল আস্ত একটা ট্রাক, মাথায় হাত উদ্যোক্তাদের কপিল শর্মার শোতে উঠল ধোনির প্রসঙ্গ! চেনাতে ব্যর্থ অক্ষর…রোহিতকে বোঝালেন সূর্য… আজ থেকে শুরু, ভারতের খেলা কবে, জানুন লাইভ স্ট্রিমিং লিঙ্ক সহ যাবতীয় তথ্য কাঠগড়ায় ‘গডফাদার’ করণ, জিগরার জন্য পরিচালক ভাসান বালার পছন্দ ছিলেন না আলিয়া? ২ দিন পর দেবগুরুর নক্ষত্রে দৈত্যগুরুর প্রবেশ, এই বিশেষ সংযোগে খুলবে ৫ রাশির কপাল চাপে পঙ্কজ দত্ত! 'সোনাগাছি' মন্তব্যের জন্য তুলোধোনা হাইকোর্টের, মিলল না রক্ষাকবচ ‘এমন মন্তব্য রেখো না, যেখানে টেক্কার ক্ষতি হয়’, সৃজিত-স্বস্তিকাকে ঠুঁকলেন দেব? মুক্তির আগেই 'সিংঘম এগেইন'-এর কাছে হার 'ভুল ভুলাইয়া ৩'-র, কীভাবে? ৫লক্ষ টাকা নিয়েও যাননি, তৃপ্তির ছবিতে লেপে দেওয়া হল কালি, কী বলছেন অভিনেত্রী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.