আগামী বছর উচ্চমাধ্যমিকের মাধ্যমে একটা যুগের অবসান হতে চলেছে। কারণ এখন যেভাবে উচ্চমাধ্যমিক হয়, সেরকমভাবে পশ্চিমবঙ্গের শেষ দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হবে ২০২৫ সালে। ২০২৬ সাল থেকে সেমেস্টার প্রক্রিয়ার মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। এবার যারা মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে, তারা নয়া সেমেস্টার ব্যবস্থার আওতায় একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করবে। আর তারপর ২০২৬ সালে প্রথম ব্যাচের পড়ুয়া হিসেবে সেমেস্টার প্রথায় উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। অর্থাৎ এখন যেমন দ্বাদশ শ্রেণির শেষে একেবারে একটি বোর্ড পরীক্ষা হয়, সেটা শেষবার হবে ২০২৫ সালে। ২০২৪ সালের উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিনে আগামী বছরের পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি দেখে নিন।
আরও পড়ুন: Govt career poral: AICTE কেরিয়ার পোর্টাল চালু করেছে, ৩০ লক্ষ পড়ুয়া এই সুবিধাগুলি পাবেন
২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখুন এখানেই
হিন্দুস্তান টাইমস বাংলায় ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। দুপুর ৩ টে থেকে অনলাইনে রেজাল্ট দেখা যাবে। রোল নম্বর এবং কোড দিয়ে ঠিক নীচেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা হবে।
২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার পুরো রুটিন
১) ৩ মার্চ (সোমবার): বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাটি এবং পঞ্জাবি।
২) ৪ মার্চ (মঙ্গলবার): হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিকস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপ্ররেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার - ভোকেশনাল সাবজেক্ট।
৩) ৫ মার্চ (বুধবার): ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা) এবং অল্টারনেটিভ ইংলিশ।
৪) ৬ মার্চ (বৃহস্পতিবার): অর্থনীতি।
৫) ৭ মার্চ (শুক্রবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি।
৬) ৮ মার্চ (শনিবার): কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিস্যুয়াল আর্টস।
৭) ১০ মার্চ (সোমবার): কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি এবং সোশিয়োলজি।
১০) ১১ মার্চ (মঙ্গলবার): কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক এবং ফরাসি।
১১) ১৩ মার্চ (বৃহস্পতিবার): ম্যাথমেটিক্স (অঙ্ক), সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি এবং ইতিহাস।
১২) ১৭ মার্চ (সোমবার): বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্স।
১৩) ১৮ মার্চ (মঙ্গলবার): স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়
এবার সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। ২০২৫ সালে অবশ্য পুরনো ছন্দেই ফিরবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সংসদের তরফে জানানো হয়েছে, সকাল ১০ টা থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। শুধুমাত্র হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিস্যুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা দু'ঘণ্টা হবে। সকাল ১০ টা থেকে শুরু হবে পরীক্ষা। চলবে বেলা ১২ টা পর্যন্ত।