ষড়ঙ্গী দত্ত
করবা চৌথ উপলক্ষ্যে বান্ধবীর হাত ধরে শপিং করছিলেন এক ব্যক্তি। আর সেই সময়ই স্ত্রীর কাছে হাতেনাতে ধরা পড়ে যান ওই স্বামী। এরপরই শুরু আসল কাণ্ড। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ঘটনা।
ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে ওই ব্যক্তি একজন মহিলার সঙ্গে বাজার করছেন। তিনি তাঁর গার্লফ্রেন্ড বলেই দাবি করা হচ্ছে। আর সেই দোকানের মধ্যেই স্বামীকে এভাবে গার্লফ্রেন্ডের হাত ধরে বাজার করতে দেখে রাগে অগ্নিশর্মা হয়ে যান ওই ব্যক্তির স্ত্রী। তারপরই ধুন্ধুমার।
এরপরই কয়েকজন মিলে ঘিরে ধরে দুজনকে। তারপর ওই ব্যক্তির স্ত্রী দমাদম পেটাতে শুরু করেন স্বামীকে। আরও দুজন মহিলা তাঁকে সহযোগিতা করেন। ভরা বাজারে এই দৃশ্য দেখে চারদিক থেকে লোকজন জড়ো হয়ে যায়।
আর সেই গণ্ডগোলোর মধ্যে কয়েকজন আবার মোবাইল ফোনে সেই ঘটনা রেকর্ডিংও করে ফেলেন। আর সেই ভিডিয়ো একেবারে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
সূত্রের খবর, ওই মহিলা স্বামীর সঙ্গে ঝগড়া করে কয়েকদিন বাবার বাড়িতে থাকছিলেন। বৃহস্পতিবার করবা চৌথ উপলক্ষ্যে তিনি মায়ের সঙ্গে বাজারে গিয়েছিলেন। আর সেখানে গিয়ে দেখেন তাঁর স্বামী অপর এক মহিলার হাত ধরে ঘুরু ঘুরু করছে। এরপরই তিনি ও তাঁর মা ঝাঁপিয়ে পড়েন। এই ঘটনায় ওই স্ত্রী তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।