বাংলা নিউজ > ঘরে বাইরে > আবার শুরু হতে চলেছে উত্তরকাশীর সুরঙ্গ প্রকল্পের কাজ, অনুমতি দিয়েছে মন্ত্রক

আবার শুরু হতে চলেছে উত্তরকাশীর সুরঙ্গ প্রকল্পের কাজ, অনুমতি দিয়েছে মন্ত্রক

উত্তরকাশীর এই সুরঙ্গ প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। (AFP)

খনি থেকে কাঁচামাল বের করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। কয়লাখনি যেখানে আছে সেখানে এই প্রক্রিয়া দেখা যায়। এই কাজে দক্ষ প্রতিনিধিরা ছোট ছোট দলে ভাগ হয়ে খনিতে নেমে সরু গর্ত খুঁড়তে খুঁড়তে এগিয়ে যান। যেমন করে গর্ত খোঁড়ে ইঁদুর। প্রথম দফায় ১২ জন অভিজ্ঞ প্রতিনিধিকে ঘটনাস্থলে আনা হয়।

উত্তরকাশীর সিলকিয়ারা–বারকোট সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের সেই হাড়হিম উদ্ধারের ঘটনা কেউ ভোলেননি। এবার উত্তরকাশীর এই সুরঙ্গ প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। প্রায় দু’‌মাস পর এই কাজ শুরু হতে চলেছে বলে খবর। ২০২৩ সালের নভেম্বর মাসে এখানে ধস নেমে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। সড়ক যোগাযোগ ও হাইওয়ে মন্ত্রকের অনুমতি মেলায় এই প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। সরকারি সূত্রে এই খবরই দেওয়া হয়েছে। গত ১২ নভেম্বর সিলকিয়ারা সুড়ঙ্গে ধস নামে। তখন ওই সুড়ঙ্গে বিভিন্ন রাজ্যের ৪১ জন শ্রমিক কাজ করছিলেন। তাঁরা সবাই আটকে পড়েন। শুরু হয় রুদ্ধশ্বাস উদ্ধারকাজ।

এদিকে এই প্রকল্পের (‌এনএইচআইডিসিএল)‌ প্রজেক্ট ম্যানেজার দীপক পাটিল কাজ শুরু নিয়ে জানিয়েছেন। তিনি বলেন, ‘‌মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী আমরা প্রাথমিক পর্যায়ে সুরঙ্গের দুদিক রেড জোন করেছি। সমস্তরকম সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। আর কয়েকটি কাজ ২–৩ সপ্তাহের মধ্যে শেষ হবে।’‌ তবে এই সুরঙ্গে ধস নেমে পড়ায় টানা ১৭ দিন আটকে ছিলেন শ্রমিকরা। নানাভাবে তাঁদের উদ্ধারের চেষ্টা করেও লাভ হয়নি। তখন ভরসা করা হয়েছিল মার্কিন ‘অগার মেশিন’–এর উপর। এটি হল একটি খননযন্ত্র। এই যন্ত্র ধ্বংসস্তূপ কেটে এগোচ্ছিল। আর পিছনে এগোচ্ছিল ৯০০ মিমি ব্যাসযুক্ত পাইপ। যার মধ্যে দিয়ে বের করার চেষ্টা হয় আটকে থাকা শ্রমিকদের। কিন্তু শেষরক্ষা তাতেও হল না।

অন্যদিকে আটকে থাকা শ্রমিকদের থেকে ১০–১২ মিটার দূরে ভেঙে পড়ে যন্ত্র। উদ্ধার কাজ করতে গিয়ে বাধা কম আসেনি। বারবারই যান্ত্রিক গোলযোগে উদ্ধারকাজ থমকে যায়। একটা উৎকণ্ঠা নিয়ে তখন অপেক্ষায় শ্রমিকদের বাড়ির সদস্যরা। ধ্বংসস্তূপের ভিতরের লোহার কাঠামোয় ধাক্কা খেয়ে ভেঙে যায় আমেরিকায় তৈরি খননযন্ত্র। তখন আটকে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছিল। পাইপের মাধ্যমে তাঁদের সঙ্গে কথা চলছিল। তা দিয়েই পৌঁছে দেওয়া হচ্ছিল খাবার, জল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। এরপর উদ্ধারকারী দল সেখানে ঢুকে যন্ত্র ছাড়াই খোঁড়া শুরু করেন। এই প্রক্রিয়াকেই বলা হয় ‘ইঁদুর–গর্ত’ প্রক্রিয়া বা ‘র‌্যাট-হোল মাইনিং’।

আরও পড়ুন:‌ মদের দোকান খোলা নিয়ে ধুন্ধুমার কাণ্ড বনগাঁয়, মারামারিতে বন্ধ রইল ওয়াইন শপ

এছাড়া খনি থেকে কাঁচামাল বের করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। কয়লাখনি যেখানে আছে সেখানে এই প্রক্রিয়া দেখা যায়। এই কাজে দক্ষ প্রতিনিধিরা ছোট ছোট দলে ভাগ হয়ে খনিতে নেমে সরু গর্ত খুঁড়তে খুঁড়তে এগিয়ে যান। ঠিক যেমন করে গর্ত খোঁড়ে ইঁদুর। ‘ইঁদুরের গর্ত খোঁড়া’র জন্য প্রথম দফায় ১২ জন অভিজ্ঞ প্রতিনিধিকে ঘটনাস্থলে আনা হয়। তাঁরা সুড়ঙ্গের ভিতরে পৌঁছে একজন দেওয়াল খুঁড়তে থাকেন। দ্বিতীয়জন ধ্বংসস্তূপ সংগ্রহ করেন এবং তৃতীয়জন সেসব চাকা লাগানো গাড়িতে তুলে দেন। সেই গাড়ি ধ্বংসস্তূপ বহন করে সুড়ঙ্গের বাইরে নিয়ে যায়। এভাবেই শেয পর্যন্ত এই পদ্ধতিতেই উদ্ধারকাজে আসে সাফল্য।

ঘরে বাইরে খবর

Latest News

কর্মীর কৃতকর্মের দায় সংশ্লিষ্ট ব্যাঙ্কের, পর্যবেক্ষণে বলল সুপ্রিম কোর্ট ৭ দিনে ১১৫০ টাকা কমেছে সোনার দাম, আজ তিলোত্তমায় কততে বিকোচ্ছে হলুদ ধাতু? শতাব্দীর গাড়ি দেখে ‘চোর ধরো’ স্লোগান BJPর, উনি তো TMCর আদি চোর, বললেন দেবতনু কোন বয়স পেরোলে আপনি বুড়ো? কত বছর বয়স থেকে শুরু হয় বার্ধক্য? কী বলছে গবেষণা কলকাতা মেট্রোয় খুলল নয়া 'পথ', বড় সুবিধা পাবেন যাত্রীরা, রইল বিস্তারিত তথ্য কনের মাথায় মুকুট, বরের গলায় ফুলের মালা, আদরে-সোহাগে আশীর্বাদ হল আদৃত-কৌশাম্বির ইংল্যান্ডের আদালতে বন্ধ হল বরিস বেকারের দেউলিয়াত্ব সংক্রান্ত মামলা মালব্য যোগ এই ৩ রাশির জন্য আনবে সাফল্য ও সম্মান, আয় বাড়বে, জীবনে হবে অগ্রগতি গুয়াহাটি লোকসভা কেন্দ্র ২০২৪: নারীশক্তির লড়াই, জানুন অতীতে দাপট ছিল কোন দলের কোকরাঝাড় লোকসভা কেন্দ্র ২০২৪- ST আসনে হাড্ডাহাড্ডি লড়াই, অতীতে কী হয়েছে

Latest IPL News

‘ওর ৯ নম্বরে ব্যাট করতে আসার থেকে ফাস্ট বোলার নেওয়া ভালো’, ধোনিকে আক্রমণ ভাজ্জির IPL-সাপোর্ট স্টাফের সমর্থন প্রয়োজন লাগে, কারোর প্রশংসা নাকি কাউকে খোঁচা নারিনের? LSG v KKR ম্যাচে চোখ জুড়ানো ক্যাচ বল বয়ের, অটোগ্রাফ চাইলেন জন্টি রোডস- ভিডিয়ো ধোনির দেখা নেই রে… T20-তে প্রথম নয়ে ব্যাট করতে নামলেন মাহি,মিমে ভরে গেল নেটপাড়া একানা স্টেডিয়ামে প্রথম দল হিসেবে T20 ফর্ম্যাটে দু'শো রানের গণ্ডি টপকাল KKR স্ট্রাইক ও রেট শুনলেই অনেকে ভয় পান, তবে সত্যি চাপা যায় না, বিরাটকে খোঁচা হর্ষের? নারিন ঝড়ের পর,বরুণ-হর্ষিতের তাণ্ডব- LSG-কে ৯৮ রানে উড়িয়ে লিগ টেবলের শীর্ষে KKR বিশ্বকাপ ফাইনালের হেডকে মনে করালেন রমনদীপ, স্টার্কের বলে নিলেন অবিশ্বাস্য ক্যাচ জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স, বোলারদের নিখুঁত স্ট্র্যাটেজি, ২৮ রানে জিতল CSK আইপিএলে চতুর্থবার গোল্ডেন ডাক ধোনির, হার্ষালের বলে আউট, ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.