জোর বিতর্কে জড়ালেন তিব্বতের আধ্যাত্মিক গুরু দলাই লামা। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যাতে দেখা গিয়েছে এক নাবালককে ঠোঁটে চুম্বন করছেন দলাই লামা। সেখানেই শেষ নয়। নিজের জিভ বের করে সেই নাবালককে তা চুষতে বলেন বৌদ্ধ সন্ন্যাসী। এই ভিডিয়ো ঘিরেই জোর চর্চা বিশ্ব জুড়ে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, দলাই লামার সামনে মাথা নীচু করে দাঁড়িয়ে এক নাবালক। সেই কিশোরের চিবুকে হাত দিয়ে তাঁর ঠোঁটে চুম্বন করলেন বৌদ্ধ ধর্মগুরু। তার পরে তিনি নিজের জিভ করে আনেন দলাই লামা। ওই কিশোরকে তাঁর জিভটি চুষে নিতে বলেন তিব্বতি নেতা। (আরও পড়ুন: নবান্নর শাস্তির তোয়াক্কা না করে আজ থেকে দিল্লিতে কর্মসূচি শুরু DA আন্দোলনকারীদের)
ভাইরাল ভিডিয়োতে দলাই লামাকে বলতে শোনা যায়, 'তুমি কি আমার জিভটি চুষে দিতে পারবে?' ধর্মগুরুর এহেন আচরণ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিতর্কের মাঝেই অনেকে প্রশ্ন করছেন, এই ধরনের কাজ কেন করলেন তিনি? তবে এই প্রশ্নের জবাব খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ইতিমধ্যেই বিশ্ব জুড়ে ভিডিয়োটি ভাইরাল হয়েছে এবং তা নিয়ে নিন্দার সুনামি উঠে গিয়েছে। প্রসঙ্গত, নোবেল শান্তি পুরস্কারজয়ী দলাই লামা আগেও বিতর্কে জড়িয়েছিলেন। ২০১৯ সালে তিনি বলেছিলেন, 'যদি কোনও মহিলা দলাই লামা হন, তবে তাঁকে অনেক বেশি আকর্ষণীয় হতে হবে।' এই মন্তব্যের জন্যও বিতর্কের ঝড় উঠেছিল।
আরও পড়ুন: দ্বিতীয় হুগলি সেতুর সঙ্গে জুড়বে ৬নং জাতীয় সড়ক, তৈরি হবে ৬.৮ কিমি দীর্ঘ উড়ালপথ
উল্লেখ্য, বিগত কয়েক দশক ধরেই নিজের দেশ তিব্বত ছেড়ে ভারতে এসে বসবাস করছেন দলাই লামা। তাঁর সঙ্গে ভারতে বসবাস করেন আরও প্রায় দেড় লক্ষ তিব্বতি। এদিকে গতমাসে দলাই লামা ঘোষণা করেন মঙ্গোলিয় বংশোদ্ভূত কিশোরই হবেন বৌদ্ধ ধর্মালম্বীদের নেতা। যদিও বেজিং এতে খাপ্পা হয়। চিনা সরকারের দাবি, তাদের পছন্দের ধর্মীয় নেতাকেই তিব্বতের নেতা হিসেবে মান্যতা দেওয়া হবে। এই দ্বন্দ্বের মাঝেই বিতর্কে জড়ালেন তিব্বতের মহাগুরু। যা নিয়ে অস্বস্তিতে পড়তে পারে ভারতে বসবাসকারী স্বাধীনতাকামী তিব্বিতরাও।