বাংলা নিউজ > ঘরে বাইরে > Dalit girl rape case: 'ন্য়ায় বিচার পেলে ওর জামা গঙ্গায় ভাসিয়ে দেব',ধর্ষণের শিকার মৃত মেয়ের মায়ের করুণ বার্তা

Dalit girl rape case: 'ন্য়ায় বিচার পেলে ওর জামা গঙ্গায় ভাসিয়ে দেব',ধর্ষণের শিকার মৃত মেয়ের মায়ের করুণ বার্তা

ধর্ষণের শিকার মৃতার মায়ের করুণ আর্তি

এরপর সত্যি সামনে আসতেই তার বাবা মাকে খুনেরও হুমকি দেয় অভিযুক্তরা। যাতে এমন ধর্ষণের কথা পাঁচ কান না হয়, তার জন্য ক্রমাগত আসত হুমকি। এরপর স্থানীয়রা পুলিশকে জানিয়ে দেয়। ততদিনে অকাতরে কাঁদছেন মৃতার মা। মুহূর্তে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পকসো আইনে চলে মামলা।

এক বছর কেটে গিয়েছে সেই ধর্ষণ কাণ্ডের। এখনও ন্যায় বিচারের অপেক্ষায় পরিবার। দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় এক ৯ বছরের দলিত মেয়ের ধর্ষণ হয়েছিল গত বছর। শ্মশানঘাটের ভিতর তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। সেই নিগৃহিতার মা আজও তার পোশাক সঙ্গে নিয়ে রেখেছেন। বলছেন, যেদিন ন্যায় বিচার আসবে সেদিন এসব ভাসিয়ে দেব।

দিল্লি ক্যান্টনমেন্টের পুরানি নানগাল গ্রামে ধর্ষণের শিকার হয়েছিল মেয়েটি। সন্দেহভাজন অভিযুক্তরা তার মাকে জানিয়েছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই মেয়ের মৃত্যু হয়। শ্মশানের মধ্যে ইলেকট্রিকের কুলার থেকে জল বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মিথ্যা তত্ত্ব খাড়া করেছিল সে। এরপর সত্যি সামনে আসতেই তার বাবা মাকে খুনেরও হুমকি দেয় অভিযুক্তরা। যাতে এমন ধর্ষণের কথা পাঁচ কান না হয়, তার জন্য ক্রমাগত আসত হুমকি। এরপর স্থানীয়রা পুলিশকে জানিয়ে দেয়। ততদিনে অকাতরে কাঁদছেন মৃতার মা। মুহূর্তে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পকসো আইনে চলে মামলা। Video: ১০২ বছর বয়সী লক্ষ্মীবালাদেবী পালকি চড়ে এসে উত্তোলন করলেন পতাকা

তিহার জেলে বন্দি রয়েছে ওই অভিযুক্তরা। অভিযোগকারীর পরিবার পেয়েছে নিরাপত্তা। পুলিশি নিরাপত্তা যাতে নিগৃহিতার পরিবার পায় তার জন্য আদালতের নির্দেশ আসে। তবে কাজের জায়গায় যাওয়া নিয়ে ভয় রয়েছে। সেখানে সঙ্গে করে পুলিশ কর্মীদের নিয়ে যেতে পারবেন না তাঁরা। ফলে রোজ কাজও করতে বের হতে পারেন না তাঁরা। এই অবস্থায় অপেক্ষা শুধু ন্যায় বিচারের। মৃতার মা বলছেন, 'আমি এই পোশাকগুলিকে গঙ্গায় ভাসিয়ে দেব না ততদিন যতদিন না আমার মেয়ে ন্যায়বিচার পাচ্ছে। আর ওই ৪ জন ফাঁসি কাঠে যতক্ষণ না ঝুলছে।'

বন্ধ করুন