বাংলা নিউজ > ঘরে বাইরে > ডিবেটে বলার সুযোগ পেতে লাইভ টিভিতে নেচে উঠলেন অংশগ্রহণকারী!

ডিবেটে বলার সুযোগ পেতে লাইভ টিভিতে নেচে উঠলেন অংশগ্রহণকারী!

ছবি : টুইটার (Twitter)

ভিডিয়োটিতে, বিতর্কে অংশগ্রহণকারী একজন প্যানেলিস্টকে লাইভ শোতে নাচতে এবং অদ্ভুত মুখভঙ্গি করতে দেখা গিয়েছে।

ডিবেট শো। প্রত্যেকেই চেঁচাচ্ছেন। আর তার মাঝে সুবিধা করতে পারছেন না এক প্যানেলিস্ট। কিছুতেই তাঁকে বলতে দেওয়া হচ্ছে না। তাই সবার দৃষ্টি আকর্ষণ করতে নাচতে শুরু করলেন তিনি। এমন ভিডিয়ো ভাইরাল হবে না তো কী হবে! সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে সেই বিচিত্র কান্ড।

এক সর্বভারতীয় নিউজ নেটওয়ার্কের বাংলা চ্যানেলের ঘটনা। খবর উপস্থাপকও বেশ পরিচিত মুখ। ভিডিয়োটিতে, বিতর্কে অংশগ্রহণকারী একজন প্যানেলিস্টকে লাইভ শোতে নাচতে এবং অদ্ভুত মুখভঙ্গি করতে দেখা গিয়েছে। অনুষ্ঠানে চেঁচামেচির মাঝে কিছুতেই তিনি বলার সুযোগ পাচ্ছিলেন না।

আরও পড়ুন : The World as 100 People: এক ছবিতেই পরিষ্কার কোন ধর্ম কত জনের, ক’জনই বা কথা বলেন বাংলায়, দেখে নিন ছবিটি

দেখুন সেই ভিডিয়ো :

প্যানেলিস্ট যখন নিজের বক্তব্য বলতে যাচ্ছিলেন, তখন সংবাদ উপস্থাপক এবং অন্যান্য অতিথিরা বারবার বাধা দিচ্ছিলেন। তাই দৃষ্টি আকর্ষণ করার জন্য এই আজব উপায় অবলম্বন করেন তিনি।

নেটিজেনদের বেশ মনে ধরেছে এই পন্থা। অনেকেই ফোনের ক্যামেরায় টিভি থেকে এই ঘটনা রেকর্ড করে রেখেছেন। 'বেশ মজাদার ও অভিনব,' বলছেন তাঁরা।

বন্ধ করুন