তুমুল ক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মচারীরা। মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) নিয়ে লাগাতার উগরে দিয়েছেন ক্ষোভ। তারইমধ্যে রাজ্যে পালাবদল হয়েছে। বিজেপিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় এসেছে কংগ্রেস। তবে তারপরও সপ্তম বেতন কমিশন কার্যকরের দিনক্ষণ নিয়ে কোনও ইতিবাচক খবর পেলেন না রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্যে কবে সপ্তম বেতন কমিশন কার্যকর হবে, কবে সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, সপ্তম বেতন কমিশন অনুযায়ী কবে মহার্ঘ ভাতা পাবেন, তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারলেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি জানিয়েছেন, রাজ্যের কোষাগারের অবস্থার উপর নির্ভর করে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার কর্ণাটকের বিধান পরিষদের বিজেপি সদস্য ওয়াই এ নারায়ণস্বামীর প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) চূড়ান্ত সুপারিশ কার্যকর করা হবে কিনা, তা রাজ্যের কোষাগারের অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবেন। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, প্রাক্তন মুখ্যসচিব কে সুধাকর রাওয়ের নেতৃত্বাধীন সপ্তম বেতন কমিশনের মেয়াদ যে ছয় মাস বাড়ানো হয়েছে, সেটা কমিশনের আর্জিতেই করা হয়েছে।
আরও পড়ুন: Mutual fund: PPF, FD-র থেকে অনেক বেশি রিটার্ন দিল এই ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডগুলি
সিদ্দারামাইয়া বলেন, ‘(রাজ্য সরকারি কর্মচারীদের) ১৭ শতাংশ অন্তর্বর্তীকালীন (ডিএ) প্রদান করা হয়েছে। কমিশনের মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে। চূড়ান্ত রিপোর্ট হাতে পাওয়ার পর রাজ্যের আর্থিক অবস্থা বিবেচনা করে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা হবে।’ সেইসঙ্গে তিনি জানিয়েছেন, সরকারের কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার আগে বিভিন্ন দফতরের সঙ্গে আলোচনা করবেন কমিশনের সদস্যরা। যখন তিনি ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে সবুজ সংকেত দিয়েছিলেন, সেইসময় রাজ্যের কোষাগারে আর্থিক বোঝা ছিল ১০,৫০৮ কোটি টাকা।
মে'তে ডিএ বেড়েছিল কর্ণাটকের রাজ্য সরকারি কর্মচারীদের
মে'র শেষলগ্নে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ চার শতাংশ বাড়িয়েছিল কর্ণাটক সরকার। সেইসময় ৩১ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়। যা ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে। উল্লেখ্য, বেতন বৃদ্ধি, সপ্তম বেতন কমিশন কার্যকর করা, পুরনো পেনশন প্রকল্প কার্যকর করা নিয়ে মার্চে বিক্ষোে নেমেছিলেন কর্ণাটকের রাজ্য সরকারি কর্মচারীরা।সেইসময় রাজ্যে ক্ষমতায় ছিল বিজেপি।