একটা সময় ছিল, যখন বাড়িতে ল্যান্ডলাইনের টেলিফোন মানে সকলে তাতে শুধু কথা বলেই রেখে দিতেন। তবে যুগের সঙ্গে সঙ্গে সেই ফোন মুঠোবন্দি হয়েছে হাতের। এসেছে মোবাইল। মোবাইলে এসেছে নানান ফিচার। যার মধ্যে রয়েছে ইনস্টাগ্রাম। আর এই মোবাইল আর ইনস্টাগ্রামের নেশাতেই এক সদ্য বিবাহিত বধূ ছিন্ন করলেন দাম্পত্যের সম্পর্ক। বিয়ের ১৫ দিনের মাথাতেই হয়েছে বিচ্ছেদ।
ঘটনা বিহারের হাজিপুরের। সেখানে এক বধূ তাঁর বিয়ের ১৫ দিনের মাথায় দাম্পত্যের সম্পর্ক ছিন্ন করেছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ওই বধূকে তাঁর শ্বশুর বাড়িতে মোবাইল ব্যবহার নিয়ে কড়াকড়ি করা হত। জানা যাচ্ছে, তাঁর স্বামী তাঁকে মোবাইল নিয়ে বেশিক্ষণ থাকতে বারণ করতেন বলে জানা গিয়ছে। আর সেই থেকেই তাঁর স্বামীর ওপর ক্ষোভ। এই নিয়ে নিত্যদিন লেগে থাকত ঝগড়া। আর সেই ঝগড়ার জেরে শেষে সমস্যা তুঙ্গে ওঠে। শেষমেশ বিয়ের ১৫ দিনের মধ্যে স্বামীর সংসার ছেড়ে চলে যান বধূ। তবে প্রশ্ন যেমন রয়েছে, বধূর মোবাইলের প্রতি আকর্ষণ নিয়ে, তেমন প্রশ্ন রয়েছে, স্ত্রীর পছন্দ অপছন্দের ওপর স্বামীর কর্তৃত্ব স্থাপন নিয়েও। ফলে সমস্যা মূলত কোন দিক থেকে এসেছে তা নিয়ে রয়েছে বহু প্রশ্ন।
(নিখুঁত নিশানা সম্পন্ন অগ্নি-১ ব্যালাস্টিক মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ)
এদিকে, এই বিষয়টি নিয়ে মহিলার বাড়ি ও শ্বশুরবাড়ির মধ্যে ব্যাপক সংঘাত হয়েছে। মামলা গড়ায় এলাকার লালগঞ্জ থানায়। এদিকে, এই দুই পরিবারই কিছুদিন আগেই সহমত সহকারে এই কনে ও বরের বিয়ে সম্পন্ন করে। মহা ধুমধাম সহকারে সেই বিয়ে হয়। তবে বিয়ের কয়েকদিনের মাথাতেই এই সমস্যা হতে থাকায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। জানা গিয়েছে, নববধূ সারাদিন সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকতেন। আর তা নিয়েই রাগ ছিল শ্বশুরবাড়ির। প্রশ্ন উঠছে, বাড়ির বধূ বলেই কি সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে এই রাগ? বাড়ির পুরুষ সদস্য এমন হলে কি সেই রাগ গিয়ে পড়ত না? ফলে এই বিচ্ছেদের নেপথ্য়ের কারণ নিয়ে উঠছে নানান প্রশ্ন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup