Yes Bank Share Surge: দালাল স্ট্রিট থেকে মেঘ সরেনি। কিন্তু তার মধ্যেও একটি শেয়ার যেন রোদের মতো উজ্জ্বল। ইয়েস ব্যাঙ্কের শেয়ার। বাজারের দিতে যাঁরা একটু-আধটু নজর রাখেন, তাঁদের অনেককেই চমকে দিয়েছে এই শেয়ার। গত কয়েক সেশনে ক্রমেই এর গ্রাফ উর্ধ্বমুখী হয়েছে। শুক্রবার এক লাফে ১১% বেড়ে ইয়েস ব্যাঙ্কের শেয়ার ক্লোজ হয়েছে। শেষ দুই ট্রেড সেশনে প্রায় ২০% বেড়েছে এই শেয়ার। আর তার ফলে এক ধাক্কায় গত এক বছরের সর্বোচ্চ, ২১.২০ টাকা ছুঁয়ে ফেলেছে। অথচ মাস ছয়েক আগেই, ২০২২-এর ১৩ জুন এই ইয়েস ব্যাঙ্কেরই শেয়ারের দাম ছিল ১২.৮০ টাকার আশেপাশে। আরও পড়ুন: Paytm, Zomato, Nykaa-সহ ১০টি জনপ্রিয় কোম্পানির শেয়ার অর্ধেক দামে! কেনা ঠিক হবে?
এমন শেয়ার দর বৃদ্ধির কারণ কী?
স্টক মার্কেট বিশেষজ্ঞরা বলছেন, শুক্রবার ইয়েস ব্যাঙ্ক কার্লাইল গ্রুপ এবং ভার্ভেনটা হোল্ডিংস লিমিটেডের পক্ষ থেকে নতুন বিনিয়োগের বিষয়ে ইতিবাচক ঘোষণা করেন। আর সেই কারণেই বিনিয়োগকারীরা এই শেয়ার কিনতে, বাড়াতে শুরু করে দেন। ইয়েস ব্যাঙ্কের শেয়ারের দাম চার্ট প্যাটার্নে সাইডওয়ে ট্রেন্ড ব্রেকআউট দিয়েছে। বিশ্লেষকদের আন্দাজ, এটি স্বল্প থেকে মাঝারি মেয়াদে ২৮ টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। বিনিয়োগকারীদের স্ক্রিপে বাই-অন ডিপ-স্ট্র্যাটেজি রেখে চলার পরামর্শ দিয়েছেন শেয়ার বাজার বিশেষজ্ঞরা। যতক্ষণ না ১৮ টাকার রেঞ্জে কিনলে তবেই লাভ পাবেন।

গ্রাফ: মিন্ট জিনি
(MintGenie)ইয়েস ব্যাঙ্কের শেয়ারের দাম বাড়ার কারণ কী? প্রফিটমার্ট সিকিউরিটিজের রিসার্চের প্রধান অবিনাশ গোরক্ষকারের মতে, 'কার্লাইল গ্রুপের নতুন বিনিয়োগের বিষয়ে ইতিবাচক খবর এসেছে। ভার্ভেনটা হোল্ডিংস লিমিটেডও ইয়েস ব্যাঙ্কে বিনিয়োগ করছে। সেই কারণেই ইয়েস ব্যাঙ্কের শেয়ার বাজারে প্রভাব পড়ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ইয়েস ব্যাঙ্কের মোট শেয়ার মূলধনের ৯.৯৯% পর্যন্ত অধিগ্রহণের ক্ষেত্রে বিনিয়োগকারীদের শর্তসাপেক্ষ অনুমোদন দিয়েছে। এর ফলে ব্যাঙ্কের বাজার দর বাড়বে বলে মনে করা হচ্ছে। সেই কারণে এখন শেয়ারটি বেশ চড়ছে।'
ইয়েস ব্যাঙ্কের শেয়ারে কেনার স্ট্র্যাটেজি
ইয়েস ব্যাঙ্কের শেয়ারের ক্ষেত্রে 'বাই অন ডিপস' কৌশলে খেলতে পারেন। এমনটাই মনে করছেন চয়েস ব্রোকিং-এর সুমিত বাগাদিয়া। তাঁর মতে, ইয়েস ব্যাঙ্কের শেয়ার আপাতত ১৮ টাকার লেভেলে সাইডওয়ে ব্রেক আউট দিচ্ছে। এটি এখন ২৪ টাকা পর্যন্ত যেতে পারে। আরও পড়ুন: স্রেফ ৮-৯ মাসেই দারুণ মুনাফার সুযোগ? বিনিয়োগ করতে চাইলে জানুন বিশেষজ্ঞদের মত
স্বল্প এবং মাঝারি মেয়াদে ২৮ টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। Yes Bank-এর শেয়ারে ১৭ টাকায় স্টপ লস বজায় রাখার এবং ২৪-২৮ টাকার টার্গেট রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
বিঃ দ্রঃ- শেয়ার বাজার সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ ও আপডেট মাত্র। এগুলি স্বাধীন বিশেষজ্ঞদের পরামর্শ। সম্পাদকীয় বিনিয়োগ সুপারিশ নয়। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে সমস্ত দিক অবশ্যই খতিয়ে দেখে সিদ্ধান্ত নিন।