বুধবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে না ১২-১৪ বয়সিদের করোনাভাইরাস টিকাকরণ। রাজ্যের তরফে জানানো হয়েছে, সেই কর্মসূচি শুরু করতে আরও দু'তিনদিন লাগবে।
1/8বুধবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে না ১২-১৪ বয়সিদের করোনাভাইরাস টিকাকরণ। রাজ্যের তরফে জানানো হয়েছে, সেই কর্মসূচি শুরু করতে আরও দু'তিনদিন লাগবে। (ছবিটি প্রতীকী)
2/8স্বাস্থ্য দফতর সূত্রে খবর, টিকাকরণের জন্য প্রস্তুতি তুঙ্গে। তবে বাকি দেশের সঙ্গে বুধবার থেকে ১২-১৪ বয়সিদের করোনাভাইরাস টিকাকরণ শুরু হচ্ছে না। (ছবিটি প্রতীকী)
3/8রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, প্রায় ৩০ লাখ বাচ্চা করোনা টিকা নেবে। আপাতত রাজ্যের হাতে শুধুমাত্র প্রথম ডোজ দেওয়ার মতো টিকা আছে। (ছবিটি প্রতীকী)
4/8সূত্রের খবর, এখনও জেলার হাতে পর্যাপ্ত সংখ্যক Corbevax টিকা নেই। যদিও বিষয়টি নিয়ে রাজ্যের তরফে কোনও মন্তব্য করা হয়নি। (ছবিটি প্রতীকী)
5/8আগামিকাল (১৬ মার্চ) থেকে দেশে ১২-১৪ বছরের শিশুদের করোনাভাইরাস টিকা প্রদান করা হবে। (ছবিটি প্রতীকী)
6/8সোমবার টুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া বলেন, 'বাচ্চারা সুরক্ষিত তো, দেশ সুরক্ষিত থাকবেে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামী ১৬ মার্চ থেকে দেশে ১২-১৪ বছরের বাচ্চাদের করোনাভাইরাস টিকাকরণ কর্মসূচি শুরু হবে।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/8গত ৩ জানুয়ারি থেকে দেশজুড়ে ১৫-১৮ বয়সিদের টিকাকরণ শুরু করা হয়েছিল। তার ফলে দশম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের শরীরের করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে শুরু করেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
8/8এবার ১২-১৪ বয়সিদেরও টিকা কর্মসূচি শুরু হওয়ার ফলে আরও বেশি সংখ্যক স্কুলপড়ুয়ার শরীরে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে শুরু করবে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মত সংশ্লিষ্ট মহলের। কারণ বর্তমানে স্কুল খুলে গিয়েছে। (ছবিটি প্রতীকী, হরসিমর পাল সিং/হিন্দুস্তান টাইমস)