বাংলা নিউজ > ছবিঘর > 4 Years UG Course in Bengal: শুরু হল প্রস্তুতি, কবে থেকে বাংলায় চালু হচ্ছে চার বছরের স্নাতক কোর্স?

4 Years UG Course in Bengal: শুরু হল প্রস্তুতি, কবে থেকে বাংলায় চালু হচ্ছে চার বছরের স্নাতক কোর্স?

প্রাথমিক ভাবে গতবছর জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী চারবছরের স্নাতক কোর্স চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে পরিকাঠামোর অভাবে তা পিছিয়ে দেওয়া হয়। এরপর এবছরও বিজ্ঞপ্তি জারি করে চার বছরের স্নাতক কোর্স চালু করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এবারও তা পিছিয়ে গেল। তবে প্রস্তুতি শুরু হয়েছে আগামী বছরের জন্য।