সামনেই পেশ হবে কেন্দ্রীয় বাজেট। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে এটাই হবে বিজেপি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সেই বাজেটে সরকারি কর্মীদের জন্য বেশ কিছু পক্ষেপের ঘোষণা হতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। এই আবহে রাজ্যের ক্ষমতায় থাকা বিজেপি বিরোধী দলই বা পিছিয়ে থাকে কীভাবে? আর তাই বড় ঘোষণা এই রাজ্যের সরকারের।
1/5তেলাঙ্গানা সরকার সোমবার সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন করেছে। রাজ্য সরকার একটি আদেশ জারি জানাল যে, ২.৭৩ শতাংশ ডিএ বৃদ্ধির অনুমোদন করা হয়েছে। এই আবহে তোঙ্গানার ডিএ বেড়ে ২০ শতাংশের গণ্ডি পার করে যাবে।
2/5এর আগে তেলাঙ্গানায় সরকারি কর্মচারীদের ডিএ-র হার ছিল ১৭.২৯ শতাংশ। এখন তা বেড়ে ২০.০২ শতাংশ হয়ে গেল। এই ডিএ বৃদ্ধির ফলে তেলাঙ্গানার ৪.৪ লক্ষ কর্মচারী এবং ২.৮৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। অর্থমন্ত্রী টি হরিশ রাও বলেছেন, এই ডিএ বৃদ্ধি ২০২১ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।
3/5জানা গিয়েছে, ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া থাকা ডিএ আট কিস্তিতে কর্মীদের জিপিএফ অ্যাকাউন্টে জমা হবে। এদিকে অন্য একটি পদক্ষেপে, রাজ্য সরকার কর্মচারীদের বদলি ও পদোন্নতির সময়সূচী প্রকাশ করেছে। প্রক্রিয়াটি ২৭ জানুয়ারি থেকে শুরু হবে। এর জন্য অনলাইন আবেদনগুলি ২৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত গ্রহণ করা হবে।
4/5এদিকে গতবছর দুর্গাপুজোর আগে ডিএ বেড়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এরই মধ্যে নয়া বছরে ফের একবার ডিএ সংশোধন হওয়ার কথা রয়েছে। তবে জানুয়ারিতেই বর্ধিত ডিএ নিয়ে সরকারি ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই। সেই ডিএ ঘোষণা হতে পারে মার্চ মাসে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের হিসেব বলছে এই দফায় সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে ৩ শতাংশ।
5/5শ্রম মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সূচক ১৩১.২ ছিল। অক্টোবরে তা বেড়ে হয়েছে ১৩২.৫। এরপর নভেম্বরে ও ডিসেম্বরেও তা অপরিবর্তিত থাকে। হিসেব অনুযায়ী, এআইসিপিআই যদি ডিসেম্বরের মধ্যে বেড়ে ১৩৩.৫ হত, তাহলে ডিএ ৪ শতাংশ বৃদ্ধি পেত। তবে এখন সেই সম্ভাবনা ক্ষীণ লাগছে।