দুর্গাপুজোর আগেই সরকারি কর্মচারীদের জন্য এল বড় খবর। উৎসবের মরসুম শুরুর আগেই ওড়িশা সরকার সোমবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক গতকাল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছেন।
1/4এই ডিএ বৃদ্ধির ফলে এবার ওড়িশায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ হবে। এর আগে ৩১ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন ওড়িশার সরকারি কর্মীরা। মহার্ঘ ভাতা বৃদ্ধি ২০২২ সালের ১ জানুয়ারি থেকে প্রযোজ্য বলে জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে। অর্থাৎ কর্মচারীরা ৮ মাসের বকেয়া ডিএ পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
2/4এদিকে শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৪ শতাংশ বাড়াতে পারে মোদী সরকার। এমনটা হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। সরকার ডিএ বৃদ্ধি করলে জুলাই ও অগস্ট মাসের বকেয়া ডিএ-র টাকাও সেপ্টেম্বর মাসের বেতনের সঙ্গে অ্যাকাউন্টে ঢুকতে পারে। সরকারের এই সিদ্ধান্ত দেশের প্রায় ১ কোটি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা উপকৃত হবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/4যে কেন্দ্রীয় কর্মচারীদের মূল বেতন ৫৬,৯০০ টাকা, ডিএ বাড়লে তাঁরা 38 শতাংশ হারে ২১,৬২২ টাকা করে ডিএ পাবেন। বর্তমানে এই কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ১৯,৩৪৬ টাকা ডিএ পাচ্ছেন। এর ফলে ডিএ ৪ শতাংশ বৃদ্ধি পেলে বেতনও ২,২৭৬ টাকা বৃদ্ধি পাবে। অর্থাৎ বৎসরিক হারে তা প্রায় ২৭,৩১২ টাকা বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/4কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে বেতন বাড়বে দেশের ৫০ লাখ কর্মচারীর। সঙ্গে ডিআর বাড়বে ৬৫ লাখ পেনশনভোগীর। এর আগে চলতি বছরের শুরুতে সরকার ৩ শতাংশ ডিএ শতাংশ বৃদ্ধি করেছিল। এর ফলে মহার্ঘ ভাতা বেড়ে ৩৪ শতাংশে হয়েছিল। এখন ডিএ ৪ শতাংশ বৃদ্ধি হলে তা ৩৮ শতাংশ হয়ে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)