সোমবার খাদ্য ভবনে মুখোমুখি হলেন সরকারপন্থী সরকারি কর্মী এবং ডিএ আন্দোলনকারীরা। উল্লেখ্য, গত সপ্তাহে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট ভাইরাল হয়েছিল। তা থেকেই 'অশান্তি'র আশঙ্কা করা হয়েছিল খাদ্য ভবনে। তবে অবশেষে শান্তিপূর্ণ ভাবে নিজেদের প্রতিবাদ কর্মসূচি পালন করেন ডিএ আন্দোলনকরারীরা।
1/5কয়েকদিন আগে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট ভাইরাল হয়েছিল। সেই মেসেজ অনুযায়ী, সোমবার খাদ্য ভবনে মন্ত্রী এবং সচিবকে ঘেরাও করে রাখার পরিকল্পনা ছিল সরকারি কর্মীদের। তবে মেসেজ ভাইরাল হওয়ায় প্রশাসন এবং সরকারপন্থী কর্মচারী সংগঠন প্রস্তুতি নিয়ে রেখেছিলেন পরিস্থিতির মোকাবিলা করার জন্য। শেষ পর্যন্ত অবশ্য ডিএ আন্দোলনকারীরা শান্তিতে নিজেদের আন্দোলন জারি রাখে। (Utpal Sarkar)
2/5এর আগে গত ৩ মে খাদ্য ভবনে প্রতিবাদ দেখিয়েছিলেন ডিএ আন্দোলনকারীরা। সরকারি কর্মীদের বদলির প্রতিবাদে সেই বিক্ষোভ দেখানো হয়েছিল। সেদিন দুই কর্তাকেও আটকে রাখা হয়েছিল বেশ কয়েক ঘণ্টা। এরই মাঝে একটি মেসেজ ভাইরাল হয়েছিল, যাতে লেখা, 'এমন শিক্ষা দিতে হবে যাতে ভবিষ্যতে আর কাউকে বদলির অর্ডার না দেওয়া হয়। খাদ্যশ্রী ভবনকে সম্পূর্ণ অচল করে দেওয়া হবে।' যদিও এই মেসেজের সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। (Utpal Sarkar)
3/5এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, এই মেসেজ ছড়ানো হয়েছে তাদের আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য। ডিএ আন্দোলনকারীদের দাবি, তাঁরা কোনও অশান্তির পক্ষপাতী নন। এই আবহে সোমবার কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। পরে মধ্যাহ্নভোজের বিরতির সময় অবস্থান বিক্ষোভ দেখান। (Utpal Sarkar)
4/5প্রসঙ্গত, ডিএ আন্দোলনকারীদের অভিযোগ, খাদ্যভবনে কর্মরত দেবু সিনহা এবং সৌমেন্দ্রনারায়ণ বসুকে বেআইনিভাবে অন্য জেলায় বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই আবহে গত ৩ মে খাদ্যভবনে দুই উচ্চপদস্থ কর্তা - অজয় ভট্টাচার্য এবং সুমন ঘোষকে পাঁচ ঘণ্টা ঘেরাও করে রাখা হয়। এই আবহে খাদ্য ভবনের আমলারা বৈঠকও করেন ডিএ আন্দোলনকারীদের সঙ্গে। তবে তাতে সমাধানসূত্র বের হয়নি। (Utpal Sarkar)
5/5রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, রাজ্য সরকার শাস্তিমূলক পদক্ষেপের মানসিকতা নিয়ে এই সব বদলি করছে। মঞ্চের দাবি, খাদ্য দফতর ছাড়া আরও অন্যান্য যেসব দফতরে ডিএ আন্দোলনকারীদের শাস্তিমূলক বদলি করা হয়েছে, তাঁদেরও ডিটেলমেন্ট অর্ডার প্রত্যাহার করতে হবে রাজ্য সরকারকে। এর আগে ডিএ আন্দোলনকারীরা অভিযোগ করেছিলেন যে নবান্নর ৬ কর্মীকে কম গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করা হয়েছে। প্রায় ৫০০ শিক্ষককে দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত এলাকায় বদলি করা হয়েছে। (Utpal Sarkar)