7th Pay Commission: ফের একবার বাড়তে চলেছে কেন্দ্রীয় কর্মীদের বেতন। জানুয়ারির পর এবার জুলাইতেও ডিএ বৃদ্ধি হবে বলে দাবি করা হয়েছে মিডিয়া রিপোর্টে। রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে জানুয়ারি থেকে আসন্ন জুলাইতে ডিএ বৃদ্ধির হার আরও বেশি থাকবে।
1/5অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের মার্চের তথ্য প্রকাশ হতেই অনুমান করা হচ্ছে যে জুলাই মাসে ডিএ ৪ শতাংশ বাড়তে পারে। এর ফলে ডিএ বেড়ে ৩৮ শতাংশ হতে পারে। যদিও তিন মাসের (এপ্রিল, মে ও জুন) পরিসংখ্যান আসা এখনও বাকি। তবে যেভাবে মূল্যস্ফীতির হার বাড়ছে তাতে এই মাসের পরিসংখ্যানও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। আর তা হলে ডিএ বৃদ্ধি নিশ্চিত।
2/5গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে কিছুটা কমলেও মার্চে এআইসিপিআই সূচকে বড় লাফ লক্ষ্য করা গিয়েছিল। জানুয়ারি-ফেব্রুয়ারিতে এআইসিপিআই সূচক যথাক্রমে ১২৫.১ এবং ১২৫ ছিল। তবে মার্চ মাসে ১ পয়েন্ট বেড়ে এই সূচক ১২৬ হয়েছে। এপ্রিল, মে এবং জুন মাসেও যদি এআইসিপিআই বাড়তে থাকে, তবে ডিএ বাড়তে পারে ৪ শতাংশ হারে।
3/5একটি অনুমান অনুসারে, যে কর্মচারীদের মূল বেতন ৫৬,৯০০ টাকা, তারা ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেলে ডিএ হিসাবে ২১,৬২২ টাকা পাবেন। ৩৪ শতাংশ হারে অনুযায়ী এই বেতনভুক্ত কর্মচারীরা বর্তমানে ১৯,৩৪৬ টাকা পাচ্ছেন ডিএ বাবদ। তাহলে তাদের মাসিক বেতন ২২৭৬ টাকা বৃদ্ধি পাবে। অর্থাৎ বার্ষিক বেতন ২৭,৩১২ টাকা বাড়বে।
4/5একইভাবে, মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ হলে, যাদের মূল বেতন ১৮ হাজার, সেই কর্মচারীরা ৬৮৪০ টাকা ডিএ পাবেন। এই কর্মচারীরা বর্তমানে ৩৪ শতাংশ ডিএ অনুযায়ী ৬১২০ টাকা পাচ্ছেন। অর্থাৎ তাদের মাসিক বেতন ৭২০ টাকা বাড়বে। এইভাবে, বার্ষিক বেতন ৮৬৪০ টাকা বৃদ্ধি পাবে।
5/5বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা ৩৪ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন এবং পেনশনভোগীরা একই হারে ডিয়ারনেস রিলিফ পাচ্ছেন। মহার্ঘ ভাতা বছরে দুইবার (জানুয়ারি ও জুলাই মাসে) সংশোধন করা হয়। এমন পরিস্থিতিতে ২০২২ সালের জানুয়ারিতে কর্মচারীদের ডিএ ৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। এখন জুলাই মাসে নতুন মহার্ঘ ভাতা সংশোধন হওয়ার কথা। যদি আবার জুলাই মাসে মহার্ঘ ভাতা বাড়ানো হয়, তাহলে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী সরাসরি এর সুবিধা পাবেন।