গতবছর দুর্গাপুজোর আগে ডিএ বেড়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। দেখতে দেখতে আরও এক দফা ডিএ বৃদ্ধির সময় চলে এল। নয়া বছরে ফের একবার ডিএ সংশোধন হওয়ার কথা রয়েছে। তবে জানুয়ারিতেই বর্ধিত ডিএ নিয়ে সরকারি ঘোষণা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে জানুয়ারির শেষ তারিখে ডিএ সংক্রান্ত একটি বড় আপডেট মিলতে পারে।
1/5রিপোর্ট অনুযায়ী, ডিএ ঘোষণা হতে পারে মার্চ মাসে। হোলির আগে কেন্দ্র এই সংক্রান্ত ঘোষণা করতে পারে। তবে সরকারি কর্মীদের কত ডিএ বাড়তে পারে জানুয়ারি থেকে? সেই নিয়ে একটি ধারণা পাওয়া যাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সে। আগামী ৩১ জানুয়ারি কেন্দ্রের শ্রম মন্ত্রক অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সংক্রান্ত সর্বশেষ আপডেট প্রকাশ করবে। গতবছরের ডিসেম্বরের পরিসংখ্যান প্রকাশ পেলেও স্পষ্ট হবে জানুয়ারি থেকে কত ডিএ বাড়বে সরকারি কর্মীদের।
2/5২০২৩ সালের জানুয়ারির মহার্ঘ ভাতা সংশোধনের হার নির্ধারিত হবে ২০২২ সালের জুলাই থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত মূল্যস্ফীতির হারের ওপর। এখনও পর্যন্ত ২০২২ সালের নভেম্বর মাস পর্যন্ত তথ্য প্রকাশ পেয়েছে। এর থেকে অনুমান করা হচ্ছে, এবছর জানুয়ারি থেকে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। যদি এআইসিপিআই বর্তমান হারে দাঁড়িয়ে থাকে তবে সরকারি কর্মীদের ডিএ ৩ শতাংশ বৃদ্ধি পেতে পারে।
3/5এদিকে হিসেব অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বরের এআইসিপিআই যদি ১৩৩.৫ হয়, তবেই ডিএ ৪ শতাংশ বাড়বে। নভেম্বরে যেখানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ১৩২.৫-এ থমকে, সেখানে ডিসেম্বরে সেই সূচক এক লাফে ১৩৩.৫ হবে বলে আশা করছেন না অনেকেই। আর তা হলে ৪ নয়, বরং তিন শতাংশ ডিএ বাড়বে সরকারি কর্মীদের।
4/5শ্রম মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সূচক ১৩১.২ ছিল। অক্টোবরে তা বেড়ে হয়েছে ১৩২.৫। গত ৩১ ডিসেম্বর প্রকাশিত হয় নভেম্বরের তথ্য। জানা গিয়েছে, নভেম্বরে এআইসিপিআই অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ জুন মাসের তুলনায় নভেম্বরের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সূচক ৩.৩ পয়েন্ট বেশি ছিল।
5/5এর আগে ২০২২ সালের অগস্ট মাসে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সূচক জুলাইয়ের তুলনায় ০.৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। এর আগে ২০২২ সালের জুনের তুলনায় জুলাই মাসে এই সূচক বেড়েছিল ০.৭ পয়েন্ট। এর ফলে সামগ্রিকভাবে, জুন থেকে অগস্ট পর্যন্ত ১ পয়েন্ট লাফিয়েছিল সূচক। জুন মাসে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সূচক ছিল ১২৯.২। অগস্টে তা হয় ১৩০.১ পয়েন্ট। আর অগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সূচক বেড়েছে ২.৪ পয়েন্ট।