Aadhar Card Cancelled: প্রায় ছয় লাখ আধার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। গত ২০ জুলাই সংসদে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর একথা জানিয়েছেন। কাদের কাদের আধার কার্ড বাতিল হয়েছে, তা জেনে নিন -
1/4প্রায় ৬ লাখ আধার কার্ড বাতিল করে দেওয়া হল। তবে আসল নয়, নকল আধার কার্ড করে বাতিল করে দিয়েছে ইউনিক আইডেন্টিটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার (ইউআইডিএআই)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/4ভুয়ো আধার কার্ড সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে গত ২০ জুলাই সংসদে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন, বাতিল করে দেওয়া হয়েছে মোট ৫৯৮,৯৯৯ টি ভুয়ো আধার কার্ড। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, জালিয়াতি রুখতে আধার কার্ডের ক্ষেত্রে বাড়তি সুরক্ষা যুক্ত করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
3/4হামেশাই ভুয়ো আধার কার্ড ব্যবহারের অভিযোগ ওঠে। তা ব্যবহার করে বহুবার জালিয়াতির অভিযোগও উঠেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/4কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আধার কার্ডের যাতে জালিয়াতি না করা যায়, সেজন্য বাড়তি সুরক্ষা ব্যবস্থা যোগ করা হচ্ছে। যাঁরা নয়া নথিভুক্ত করছেন, তাঁদের ক্ষেত্রে 'ফেস' প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থাও থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)