বিশেষজ্ঞদের মতে, আদানি উইলমারের শেয়ারের দাম বৃদ্ধির পিছনে বড় হাত আছে রামদেবের রুচি সোয়ার।
1/7রেকর্ড গড়ল আদানি উইলমারের শেয়ার, ৭ সপ্তাহে ২ গুণ রিটার্ন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/7রেকর্ড গড়ল আদানি উইলমারের শেয়ার। গত ৮ ফেব্রুয়ারি নথিভুক্ত হওয়ার পর প্রথমবার আদানি উইলমারের প্রতিটি শেয়ারের দাম ৫০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। মঙ্গলবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনসিই) প্রতিটি শেয়ারের দাম ঠেকেছে ৫০৪.৬৫ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/7ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের (আইপিও) সময় আদানি উইলমারের প্রতিটি শেয়ারের দাম ছিল ২১৮ টাকা থেকে ২৩০ টাকা। অর্থাৎ মাত্র সাত সপ্তাহে দ্বিগুণের বেশি রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/7বিশেষজ্ঞদের মতে, আদানি উইলমারের শেয়ারের দাম বৃদ্ধির পিছনে বড় হাত আছে রামদেবের রুচি সোয়ার। যে সংস্থার ফলো-অন পাবলিক অফারিংয়ের (এফপিও) বাজারের কারণে ‘বুস্টার’ ডোজ পেয়েছে ভোজ্য তেলের বাজার। পাম তেলের দামেও প্রভাব পড়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/7সেইসব কারণে আদানি উইলমারের লাভ হয়েছে বলে বিশেষজ্ঞদের মত। তাঁদের মতে, আপাতত যা পরিস্থিতি পাম তেলের দাম উপরের দিকে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই আগামী ত্রৈমাসিকেও আদানি উইলমারের শেয়ারের উত্থান অব্যাহত থাকবে বলে মনে করছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
6/7ভবিষ্যতে কেন আদানি উইলমারের শেয়ারের উত্থান অব্যাহত থাকতে পারে, তা নিয়ে আইবিবিএমের অধিকর্তা অনুজ গৌর জানিয়েছেন, ভারতের মতো যেব দেশে জনসংখ্যা ক্রমশ বাড়ছে এবং শহুরে সংস্কৃতি দ্রুত ছড়িয়ে পড়ছে, সেখানে ভোজ্য তেলের চাহিদা ব্যাপকভাবে বাড়বে। সেই কারণেই সম্ভবত হুড়মুড়িয়ে বাড়ছে আদানি উইলমারের শেয়ারের দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
7/7 তবে বর্তমান স্তরেই আদানি উইলমারে বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছেন আইবিবিএমের অধিকর্তা অনুজ গৌর। তিনি জানিয়েছেন, বর্তমান স্তরে বিনিয়োগ করা উচিত নয়। বর্তমান স্তরের ১৫-২০ শতাংশ পর্যন্ত ‘Profit Booking’-এর জন্য অপেক্ষা করা উচিত। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার @gautam_adani)