AFG vs AUS: ম্যাক্সওয়েলের অতিমানবীয় দ্বিশতরান, আফগানদের মুখের গ্রাস কেড়ে সেমিতে অজিরা
Updated: 07 Nov 2023, 10:29 PM IST২৯২ রান তাড়া করতে নেমে, ৯১/৭ থেকে ২৯৩/৭- এই ভাবেও ম্যাচ জেতা যায়! ইতিহাস লিখে ফেললেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৯ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জিতে সেমিতে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। জেতা ম্যাচ হেরে চোখের জলে মাঠ ছাড়ল আফগানিস্তান।
পরবর্তী ফটো গ্যালারি