মাসে নির্দিষ্ঠ উর্ধ্বসীমার চেয়ে বেশি লেনদেনের সময়েই এই পরিষেবা মাশুল দিতে হবে।
1/5বছরের শুরু থেকে ATM-এ লেনদেনের পরিষেবা চার্জ বৃদ্ধি পাচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নির্দেশ অনুসরণ করে সমস্ত ব্যাঙ্কের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে। ফাইল ছবি : পিটিআই (PTI)
2/5তবে সমস্ত ক্ষেত্রে নয়। মাসে নির্দিষ্ঠ উর্ধ্বসীমার চেয়ে বেশি লেনদেনের সময়েই এই পরিষেবা মাশুল দিতে হবে। ফাইল ছবি : রয়টার্স (PTI)
3/5গত ২০২১ সালে ১০ জুন RBI এই বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতদিন ২০ টাকা করে এই অতিরিক্ত মাশুল নেওয়া হত। ১ জানুয়ারি ২০২২ থেকে ২০ টাকার পরিবর্তে ২১ টাকা করে চার্জ করার অনুমতি দেওয়া হয়েছে। ফাইল ছবি : রয়টার্স (PTI)
4/5গ্রাহকরা তাঁদের নিজস্ব ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে ৫ টি বিনামূল্যে লেনদেন (নগদ এবং অ-নগদ লেনদেন সহ) করতে পারবেন৷ (ছবি সৌজন্য পিটিআই) (PTI)
5/5তাঁরা অন্যান্য ব্যাঙ্ক এটিএম থেকেও নির্দিষ্ট সীমা পর্যন্ত বিনামূল্যে লেনদেন করতে পারবেন। মেট্রো শহরে তিনটি লেনদেন এবং নন-মেট্রো শহরে পাঁচটি লেনদেন করা যাবে। (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস) (PTI)