সম্প্রতি রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট (যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ধার দেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক) বাড়ানো হয়েছে। সেই পরিস্থিতিতে একাধিক ব্যাঙ্কের তরফে ইতিমধ্যে সুদের হার বাড়ানো হয়েছে। কয়েকটি ব্যাঙ্ক বর্ধিত সুদের হার ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে। যা শীঘ্রই কার্যকর হবে। সেই তালিকায় কোন কোন ব্যাঙ্ক আছে, তা দেখে নিন --
1/8ইন্ডিয়ান ব্যাঙ্ক: রেপো সংক্রান্ত সুদের হার বাড়িয়ে ৪.৪ শতাংশ করছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। যা আগে ছিল চার শতাংশ। সোমবার (৯ মে) থেকে নয়া গ্রাহকদের জন্য সেই সংশোধিত সুদের হার কার্যকর হবে। বর্তমান গ্রাহকদের জন্য আগামী ১ জুন থেকে কার্যকর হবে নয়া সুদের হার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
2/8এইচডিএফসি ব্যাঙ্ক: গৃহঋণে সুদের হার ০.৩ শতাংশ বাড়িয়েছে বেসরকারি ব্যাঙ্ক। নয়া সুদের হার সোমবার (৯ মে) থেকে কার্যকর হচ্ছে। অর্থাৎ সোমবার থেকে সাত শতাংশ হারে সুদ গুনতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/8পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: রেপো সংক্রান্ত সুদের হার ০.৪ শতাংশ করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। যা ১ জুন থেকে কার্যকর হবে। সেইসঙ্গে গত শনিবার থেকে কয়েকটি ক্ষেত্রে টার্ম ডিপোজিটে সুদের হার ০.৬ শতাংশ বাড়ানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/8আইসিআইসিআই ব্যাঙ্ক: এক্সটার্নাল বেঞ্চমার্ক লেন্ডিং রেট (রেপো রেটের হারের সঙ্গে উত্থান-পতন হয়) বাড়িয়ে ৮.১ শতাংশ করেছে বেসরকারি ব্যাঙ্ক। তার ফলে গৃহ এবং গাড়ির সুদের হার বেড়ে গিয়েছে। যে নয়া হার গত ৪ মে থেকে কার্যকর হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
5/8ব্যাঙ্ক অফ বরোদা: এক্সটার্নাল বেঞ্চমার্ক লেন্ডিং রেটের হার বাড়িয়ে ৬.৯ শতাংশ কমেছে। যে নয়া হার ৫ মে থেকে কার্যকর হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে বচ্চন কুমার/হিন্দুস্তান টাইমস)
6/8কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক: রিটেল গ্রাহকদের জন্য বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানো হয়েছে। দু'কোটি টাকার নীচে ডিপোজিটের ক্ষেত্রে নয়া সুদের হার ৬ মে থেকে কার্যকর করেছে বেসরকারি ব্যাঙ্ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
7/8বন্ধন ব্যাঙ্ক: দু'কোটি টাকার নীচে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ০.৫ শতাংশ বাড়ানো হয়েছে। যা এক বা দু'বছরের মধ্যে ম্যাচিওরড হয়ে যাবে। (ছবিটি প্রতীকী)
8/8জন স্মল ফিনান্স ব্যাঙ্ক: ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ০.২৫ শতাংশ পরিবর্তন করা হয়েছে। যে নয়া হার ৫ মে থেকে কার্যকর হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক Jana Small Finance Bank)